রাজশাহীতে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে লিটনের জয়

এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাজশাহী শিল্পকলা একাডেমিতে গণনা শুরু হয়।

রাত ৯টার দিকে ১৫৫ কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল পাওয়া যায়।

গণনা শেষে এ নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান, লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।

এছাড়া, জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

সারাদিনে এ সিটিতে ৫৬ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী সিটি নির্বাচনের মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ ও নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং নারী কাউন্সিলরদের জন্য সংরক্ষিত ১০ আসনে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago