এশিয়া কাপে খেলার সম্ভাবনা নেই সোহানের

ছবি: ফেসবুক

বাঁহাতের চোট পাওয়া আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে নুরুল হাসান সোহানের। এর কোনো বিকল্প ছিল না। অস্ত্রোপচারের পর ক্ষত শুকাতে সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ। আর সুস্থ হয়ে ম্যাচ ফিটনেস পেতে পেরিয়ে যাবে আরও কয়েক দিন। ফলে আসন্ন এশিয়া কাপে সোহানের খেলার কোনো সম্ভাবনা নেই।

সোমবার র‍্যাফেলস হাসপাতালে উইকেটরক্ষক-ব্যাটার সোহানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগের দিন বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীকে নিয়ে সিঙ্গাপুর উড়ে যান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ শুরুর বাকি আছে আর মাত্র ১৮ দিন। বাংলাদেশ দল মাঠে নামবে আরও দুই দিন পর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সোহানের এই প্রতিযোগিতায় খেলা হচ্ছে না। অথচ টাইগারদের জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন তিনি। ব্যাট হাতেও তিনি দেখিয়েছিলেন দারুণ ছন্দ। তাই স্কোয়াডের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে এশিয়া কাপে খেলার কথা ছিল তার।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. দেবাশীষ বলেছেন, 'র‍্যাফেলস হাসপাতালে সোহানের বাঁহাতের তর্জনিতে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন ডা. অ্যান্থনি ফু। ধারণা করা হচ্ছে, তার সেরে উঠতে সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ।'

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান সোহান। স্ক্যান করে দেখা যায়, সেখানে ধরা পড়েছে চিড়। তাতে সিরিজ থেকে ছিটকে দেশে ফিরতে হয় তাকে। সেই চিড়ের ধরনটাও একটু জটিল। সেজন্য অস্ত্রোপচার লেগেছে তার।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৩০ অগাস্ট। সোহানের পর হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে ছিটকে গেছেন লিটন দাস। দলে চোট সমস্যা বেশি থাকায় এশিয়া কাপের দল ঘোষণায় এসিসির কাছ থেকে বাড়তি সময় চেয়ে নিয়েছে বিসিবি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago