পিসিবির হবু চেয়ারম্যানের এশিয়া কাপের ‘হাইব্রিড মডেলে’ আপত্তি!

ভারতের পাকিস্তান সফরে যেতে না চাওয়ায় হাইব্রিড মডেলের প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি নাজাম শেঠির প্রস্তাব মেনেই তাই এশিয়া কাপের দিন তারিখ জানিয়ে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে নতুন দায়িত্ব নিতে যাওয়া চেয়ারম্যান জাকা আশরাফের এই মডেলে আপত্তি!

গত ১৫ জুন পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের আনুষ্ঠানিক বিবৃতি দেয় এসিসি। টুর্নামেন্টটি ৩১ অগাস্ট শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানে হবে চার ও শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। যদিও টুর্নামেন্টের পুরো সূচি এখনো প্রকাশ করা হয়নি। 

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডে আসছে বদল। নাজাম শেঠির জায়গায় বসতে যাচ্ছেন জাকা আশরাফ। ঈদুল আজহার আগেই আশরাফ পিসিবি চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন বলে খবর পাকিস্তানের গণমাধ্যমের। দায়িত্ব নেওয়ার আগে আলোচনায় চলে এলেন তিনি।  এসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের একদম বিপরীতে গিয়ে কথা বলছেন এই প্রশাসক।

বুধবার এক সংবাদ সম্মেলনে নাজামের দেওয়া হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে পিসিবির হবু চেয়ারম্যান,  'প্রথম কথা হচ্ছে আমি হাইব্রিড মডেল বাতিল করব। কারণ আমি এর সঙ্গে একমত না। এটা (এশিয়া কাপ) পাকিস্তানে হওয়া উচিত এই ব্যাপারে এসিসিকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমরা আয়োজন করব।'

'মূল প্রায় সব ম্যাচই পাকিস্তানের বাইরে হবে (বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী)। নেপাল, ভূটানের (যদিও ভুটান এশিয়া কাপে নেই) মতো দলের খেলা দিয়েছে পাকিস্তানে, এটা পাকিস্তানের প্রতি অবিচার।'

তার এমন হুঙ্কারের পর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এসিসির এক কর্মকর্তা বলেছেন সিদ্ধান্ত বদলের আর সুযোগ নেই, 'এশিয়া কাপের মডেল এসিসি গ্রহণ করে ফেলেছে, এটা বদলের আর কোন সম্ভাবনা নেই। আশরাফ যা খুশি বলতে পারেন।'

অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নিয়েও অনিশ্চয়তা রেখে দিয়েছেন তিনি। এশিয়া কাপ খেলতে ভারত দল পাঠালে বিশ্বকাপেও পাকিস্তান যাবে, তাদের আগের সেই অবস্থানের কথা আবার শুনিয়েছেন আশরাফ। তবে দায়িত্ব নেওয়ার আগে এই ব্যাপারে বিশদ কিছু বলছেন না, 'পাকিস্তানের সামনে অনেক অমীংসিত বিষয় আছে। এশিয়া কাপ, বিশ্বকাপের অংশগ্রহণ ইত্যাদি আছে। আমি এখনো দায়িত্ব নেইনি, তাই কারো বিপক্ষে কিছু বলব না।' 

Comments

The Daily Star  | English
Debates over leasing NCT to foreign operator intensifying

Debates over leasing NCT to foreign operator intensifying

The debate over whether to lease out the New Mooring Container Terminal (NCT) at Chittagong Port to a foreign operator is intensifying, with political parties, including the BNP, Jamaat-e-Islami, and left-leaning groups, uniting in opposition.

9h ago