‘পুরোটা পড়তে হবে, শুধু হেডিং দেখে গালি দিবেন না’

সম্প্রতি তার একটি কথা গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি করেছেন তিনি
Khaled mahmud sujon

গণমাধ্যমে তার কথা ভুলভাবে উপস্থাপন করা হয়। মানুষও তার পুরো কথা না শুনেই তাকে গালি দেন। বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের আহবান, তাকে গালি দেওয়ার আগে যেন সবাই পুরো কথাটা পড়ে নেন।

সম্প্রতি তার একটি কথা গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি করেছেন তিনি। 'আফিফ হোসেন বিরাট কোহলি বা রোহিত শর্মার চেয়েও ভাল শট খেলতে পারেন।' সুজনের উদ্ধৃতিতে এমন একটি কথা  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়।

রোববার দ্য ডেইলি স্টারের 'নন স্টাইকার্স এন্ড' অনুষ্ঠানে হাজির হয়ে সুজন বলেন তিনি যা বলতে চেয়েছেন তা ভুলভাবে এসেছে,  'আমি ওটাই বলেছি যে  আমাদের ম্যাচ জেতা দেখতে চাইলে স্বাধীনতা দিতে হবে। আমি বলেছি আফিফের সামর্থ্য আছে ৩৬০ ডিগ্রি শট খেলার। যেটা হয়ত ম্যাক্সওয়েল বা এবিডি ভিলিয়ার্সকে বলি। আফিফের এই কোয়ালিটি আছে। আরও অনেকের আছে।'

'আমি এই কথাই বলেছিলাম। রিপোর্ট হয়ে গেছে আমি বলেছি যে রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে আফিফ ভাল শট খেলে। এটা ভুল। রোহিত-বিরাট এরা বড় নাম। আফিফ এদের কাছেও যায়নি। আমি বলেছি স্বাধীনতা পেলে আফিফও এমন বিপদজনক হতে পারে।'

'আমার কথা মিস ইন্টারপ্রেট হয়। মানুষ আমার কথা বুঝে না। আমাকে গালি দেয়। সবচেয়ে মজার কথা হচ্ছে সাক্ষাতকার পুরোটা কেউ দেখেও না। আপনারা যে হেডিং দেন ওই হেডিংয়ের উপরে কমেন্ট করে আসলে। অনেকেই আমাকে গালি দিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি বলি দয়াকরে পড়ে গালি দিবেন। আপনার যদি মনে হয় আমি গালি খাওয়ার যোগ্য, অবশ্যই গালি দিবেন। কিন্তু আপনাকে পুরো পড়তে হবে জিনিসটা। খালি হেডিং দেখে আমাকে গালি দিয়েন না।'

গত বুধবার গণমাধ্যমে সুজন বলেছিলেন,  'রোহিত শর্মা যে শট খেলে, বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না। সেটা আমি বিশ্বাসই করি না, কোনো সময় বিশ্বাস করি না। যেটা বিরাট পারে, আফিফ পারবে না এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো পারে।'

তবে ডেইলি স্টারের সঙ্গে আলোচনায় তিনি বলেন তিনি বোঝাতে চেয়েছিলেন ভিন্ন কিছু,  'আমার কথা ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার থেকে…ওরাও যেমন শট খেলে আফিফকেও খেলতে হবে। যদি আমরা ওদেরকে স্বাধীনতা দিই। কথাটা এভাবে বোঝাতে চেয়েছিলাম আমি আপনাকে স্বাধীনতা দেব শট খেলার। আপনি আগ্রাসী থাকবেন, মারবেন। সাব্বির যেমন নেমে প্রথম বলে স্কুপ করেছে। ও যদি মারতে গিয়ে আউট হত আমি বলেছি যে বকাবকি করতে পারব না। '

'এটা সব জায়গা থেকে হতে হবে। আমরা টিম ম্যানেজমেন্ট স্বাধীনতা দিলাম। সারা দেশ স্বাধীনতা দিল না তাহলে কীভাবে হবে? একটা ছেলে যখন দেখবে ফেসবুক বা ইউটিউবে সাব্বির এটা কি শট খেলল? দলকে হারিয়ে দিল। পরেরবার সে এই শট খেলার সাহসই পাবে না। যেটা বিরাট কোহলি বা রোহিত শর্মার ক্ষেত্রে হয় না। আপনি যদি দেখেন সূর্যকুমার যাদব প্রথম বলে সরে গিয়ে ছয় মারল। এই শট খেলতে গিয়ে আমাদের একটা ছেলে আউট হলে কি হত? স্বাধীনতা কথাটার মানে আমি একা দিলে হবে না। বোর্ড দিলে হবে না। সাধারণ মানষকেও বুঝতে হবে।'

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

47m ago