রিয়াদের কাছে যেটা আশা করেছিলাম সেটা পাইনি: সুজন

সোমবার ম্যাচ পরিস্থিতির অনুশীলনে দুটি ভিন্ন ভূমিকায় ব্যাট করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। প্রথম দফায় নিচের দিকে স্লগ ওভারে নেমেছিলেন। পরের দফায় পাওয়ার প্লেতে নেমেছিলেন তিনি।
mahmudullah and khaled mahmud
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকছেন? এই বড় প্রশ্নের উত্তরে রহস্য রাখলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানান অভিজ্ঞ এই ক্রিকেটার এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ তবে তার কাছ থেকে যেটা তারা আশা করেছিলেন সেটাও পাননি।

সোমবার ম্যাচ পরিস্থিতির অনুশীলনে দুটি ভিন্ন ভূমিকায় ব্যাট করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। প্রথম দফায় নিচের দিকে স্লগ ওভারে নেমেছিলেন। পরের দফায় পাওয়ার প্লেতে নেমেছিলেন তিনি।

তার ব্যাটিং একদম কাছ থেকে পরখ করেছেন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। পুরোটা সময় ছিলেন খালেদ মাহমুদও।

পরে গণমাধ্যমে হাজির হয়ে টিম ডিরেক্টর জানান, মাহমুদউল্লাহকে দলে রাখা, না রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তারা,  ' টু আর্লি টু আন্সার! যেহেতু এখনও  (মাহমুদউল্লাহ) রিয়াদ ক্যাম্পে আছে... সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি- রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। তার লড়াই এই সংস্করণে কেবল এক ম্যাচ খেলা ইয়াসির আলি চৌধুরী রাব্বির সঙ্গে। তবে কে বেশি অভিজ্ঞ দল নির্বাচনে এটা বিবেচ্য হবে না বলে জানিয়েছেন সুজন, 'দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়।' 

ক্যারিয়ারের নানা পথে বাংলাদেশের হয়ে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। তবে সাম্প্রতিক সময়ে তার কাছ থেকে প্রত্যাশা পূরণ না হওয়ার কথা জানালেন টিম ডিরেক্টর,  'সারা জীবন কেউ থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তবে তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই। পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার উপায় নেই। রিয়াদের এখনও খেলার আগ্রহ ও চেষ্টা আছে। তবে রিয়াদের কাছ থেকে যেটা আশা করি সেটা পাইনি। ছোট ছোট রান আছে, একদম নেই তা না। ২৭ বলে ২৭ আছে, ২২ বলে কিছু রান আছে।'

খেলার ধরনে মন্থর অ্যাপ্রোচ, টানা রান খরা মাহমুদউল্লাহর অবস্থান করেছে নড়বড়ে। তবে ওয়ানডে সংস্করণে তার ম্যাচ জয়ী কিছু ইনিংসের কারণে তাকে বাদ দেওয়া যে খুব সহজ না সেটাও জানিয়ে দিলেন সুজন,  'তবে রিয়াদ ম্যাচ উইনার। এটা ভুলে গেলে হবে না। আজকেই বলছিলাম- অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডকে (২০১৫ ওয়ানডে বিশ্বকাপে)  যখন হারালাম রিয়াদের সেঞ্চুরি অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের মাটিতে সাকিব-রিয়াদের পার্টনারশিপে নিউজিল্যান্ডকে হারালাম। রিয়াদের এমন কিছু ইনিংস আছে যেখানে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে।  এমন একটা খেলোয়াড়কে হুট করে 'নো' বলতে পারবেন না।'

মাহমুদউল্লাহ দলে থাকবেন কিনা তার উত্তর হয়ত মিলবে আর দুদিন পর।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago