আইপিএল

পান্তের পরিবর্তে দিল্লির অধিনায়ক ওয়ার্নার

ছবি: এএফপি

সড়ক দুর্ঘটনায় গত বছরের ডিসেম্বরে মারাত্মক আহত হওয়া রিশভ পান্ত আছেন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে। সেকারণে আইপিএলের চলতি বছরের আসরে খেলতে পারছেন না ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। তার জায়গায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ওয়ার্নারকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে বলা হয়েছে, 'রিশভ পান্ত, যিনি বর্তমানে পুনর্বাসন ও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার বদলে অধিনায়কত্ব পেয়েছেন ওয়ার্নার।'

দিল্লি থেকে উত্তরখন্ডের বাড়িতে ফেরার পথে গত ৩০ ডিসেম্বর রুরকি নামক জায়গায় সড়ক বিভাজনে ধাক্কা খায় পান্তের গাড়ি। কয়েকবার উল্টে লেগে যায় আগুন। ভারতের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে তখন ওই পথে যাচ্ছিল একটি বাস। দুর্ঘটনা দেখে চালক সুশীল বাস থামিয়ে ছুটে যান উদ্ধারে। নইলে হয়তো আগুনের ঝাঁজ থেকে নিজেকে একা রক্ষা করা সম্ভব হতো না পান্তের।

২৫ বছর বয়সী পান্তের পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনও নিশ্চিত নয়। তাছাড়া, চলতি মাসের শেষদিন থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৬তম আসরে তার খেলার প্রত্যাশাও করা হয়নি।

অস্ট্রেলিয়ার তারকা ওয়ার্নার গত মাসে মাথায় চোট পাওয়া ও কনুইয়ে চিড় ধরার কারণে ভারতের মাটিতে টেস্ট সিরিজের মাঝপথে ছিটকে যান। তবে সুস্থ হয়ে আগামীকাল থেকে মাঠে গড়াতে যাওয়া দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন তিনি। দিল্লির দলনেতা হওয়ার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেছেন, 'এই ফ্র্যাঞ্চাইজি সব সময়ই আমার কাছে নিজের ঘরের মতো এবং এতগুলো প্রতিভাবান খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়া নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।'

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার আগামী আসরে দিল্লির প্রথম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। আগামী ১ এপ্রিল প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে তারা।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago