বেঙ্গালুরুর হারের পর শাস্তিও পেলেন কোহলি

ছবি: এএফপি

পাঁচ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল তৃতীয় হারের তিক্ত স্বাদ। তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ হাসি হাসতে পারল না তারা। আশা জাগিয়েও ব্যর্থ হওয়ার আক্ষেপে পুড়তে হলো তাদের। এই হতাশার মাঝে দুঃসংবাদও পেলেন দলটির তারকা ব্যাটার বিরাট কোহলি। আচরণবিধি ভাঙার দায়ে তাকে গুণতে হলো জরিমানা।

আইপিএলে সোমবার রাতে বেঙ্গালুরুতে ৮ রানে হেরেছে স্বাগতিকরা। টস জিতে চেন্নাই সুপার কিংসকে আগে ব্যাটিংয়ে পাঠায় তারা। ভীষণ ব্যাটিং উপযোগী উইকেটে ডেভন কনওয়ে ৪৫ বলে ৮৩, শিভাম দুবে ২৭ বলে ৫২ ও আজিঙ্কা রাহানে ২০ বলে ৩৭ রান করেন। এতে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল পুঁজি পায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। জবাব দিতে নেমে ৮ উইকেটে ২১৮ রান করতে পারে বেঙ্গালুরু। তাদের পক্ষে অধিনায়ক ফাফ ডু প্লেসি ৩৩ বলে ৬২ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বলে ৭৬ রান করলেও তা যথেষ্ট হয়নি।

ডু প্লেসির সঙ্গে ওপেনিংয়ে নামা কোহলি প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান। ৪ বলে ১ চারে ৬ রান করেন তিনি। ভারতের ডানহাতি ব্যাটার বোল্ড হন দুর্ভাগ্যজনক কায়দায়। চেন্নাইয়ের পেসার আকাশ সিংয়ের লেংথ ডেলিভারি জায়গা করে মিডউইকেট দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। তবে বল তার ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে গড়িয়ে গড়িয়ে পেছনে গিয়ে স্টাম্প ভেঙে দেয়।

ব্যাট হাতে ব্যর্থতার পর শাস্তিও জুটেছে ৩৪ বছর বয়সী কোহলির। আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদের অধীনে এক মাত্রার অপরাধ করেছেন তিনি। তাই তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অমিত শর্মা। কোহলি আচরণবিধি ভাঙার দায় স্বীকার করে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়েনি। তবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের কোনো সময়ে তিনি আচরণবিধি ভেঙেছেন তা বিবৃতিতে উল্লেখ করেনি আইপিএল কর্তৃপক্ষ।

চলমান আইপিএলে বেঙ্গালুরুর আগের চার ম্যাচের তিনটিতেই হাফসেঞ্চুরি করেন কোহলি। ২২০ রান নিয়ে তিনি আছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার ছয় নম্বরে। তার স্ট্রাইক রেট ১৪৭.৬৫।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago