আইপিএল

ডেভিডের তিন ছক্কায় বিফলে গেল জয়সওয়ালের বিস্ফোরক সেঞ্চুরি

Tim David
ছবি: আইপিএল

যশভি জয়সাওয়াল খেললেন জীবনের সেরা ইনিংস, ৬২ বলে করলেন ১২৪ রান। দলকে নিয়ে গেলে দুশো পার করে। অমন ম্যাচে কিনা জিততে পারল না তার দল। বলা ভালো জিততে দিলেন টিম ডেভিড। শেষ ওভারে ১৭ রানের সমীকরণ জেসন হোল্ডারের প্রথম তিন বল গ্যালারিতে উড়িয়ে মিটিয়ে ফেলেছেন তিনি।

রোববার আইপিএলে রাজস্থান রয়্যালসকে ঘরের মাঠে পেয়ে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে জয়সাওয়ালের ১২৪ রানে ভর করে ২১২ তুলে নিজেদের নিরাপদ ভেবেছিল সঞ্জু স্যামসনের দল। তিন বল আগে ওই রান পেরিয়ে উল্লাসে মাতে স্বাগতিক মুম্বাই।

রান তাড়ায় মুম্বাইর হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৫ রান করেছেন সূর্যকুমার যাদব। তবে আসল নায়ক ডেভিড। মাত্র ১৪ বলে ২ চার, ৫ ছক্কায় ৪৫ করে ফেলেছেন তিনি। এছাড়া শুরুতে ঝড় তুলে ২৬ বলে ৪৪ করে বড় অবদান ক্যামেরন গ্রিনের। আইপিএলের ইতিহাসের ১ হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখল মুম্বাই।

বিশাল রান তাড়ায় নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় মুম্বাই। সন্দীপ শর্মার বল ছেড়ে দিয়ে বোল্ড হন বাজে ছন্দে থাকা অভিজ্ঞ ব্যাটার।

এরপর ক্রিজে এসেই উত্তাল হয়ে উঠে গ্রিনের ব্যাট। এই অজি আগের ম্যাচের মতই খেলতে থাকেন আগ্রাসী ক্রিকেট। তার ব্যাটের ঝাঁজে মোমেন্টাম পেয়ে যায় মুম্বাই। ইশান কিশানের সঙ্গে ৬২ রানের জুটিতে তিনিই ছিলেন অগ্রণী। রবীচন্দ্রন অশ্বিন এসে ফেরান দুজনকেই। ইশান থামেন ২৩ বলে ২৮ করে। গ্রিন ৪৪ করে ধরা দেন অশ্বিনের বলে।

জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যাওয়া মুম্বাইকে খেলায় ফেরান সূর্যকুমার। সেই চেনা সামর্থ্যের সেরা দিনগুলো ফিরিয়ে তার ব্যাট হয়ে উঠে ধারালো। ২৯ বলে ৫৫ করা সূর্যকুমারকে সন্দীপের দারুণ এক ক্যাচে পরিণত করেন ট্রেন্ট বোল্ট। রাজস্থান মনে হচ্ছিল তখন খেলার নাটাই নিয়ে নিয়েছে।

ডেভিড অবশ্য ভেবেছেন ভিন্ন।  তিলক বর্মাকে নিয়ে ৬২ রানের জুটির ৪৫ রানই নিয়েছেন তিনি। এরমধ্যে শেষ ওভারে টানা তিন ছক্কার এই ঝলক। হোল্ডার অবশ্য বল ভেজা থাকায় হাতে রাখতে পারেননি, ফুলটস পেয়ে গ্যালারিতে পাঠাতে অসুবিধা হয়নি ডেভিডের।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে জয়সাওয়ালই রাঙান রাজস্থানের ইনিংস। তার ১২৪ রানের পাশে কেউই আর সেভাবে কিছু করেননি। দ্বিতীয় সর্বোচ্চ জস বাটলারের ১৮! এতেই বোঝা যায় রাজস্থানকে কতটা একা টেনেছেন জয়সওয়াল।

একদম শেষ ওভারে আউট হওয়ার আগে ৬২ বলে মেরেছেন ১৬ চার আর ৮ ছক্কা। ১২৪ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষেও উঠেছেন। এমন একটা ম্যাচে তাকে থাকতে হচ্ছে পরাজিত দলে।

 

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago