‘দুসরা’ শিখছেন মিরাজ

অফ স্পিন বল করে বাংলাদেশের সাফল্যে নিয়মিত অবদান রাখছেন মেহেদী হাসান মিরাজ। সব সংস্করণেই সাম্প্রতিক সময়ে তার প্রভাব প্রবল। তবে ম্যাচআপ বা কন্ডিশনের কারণে মাঝেমাঝে ধার কিছুটা কমে যায়। সেই ঘাটতি পূরণ করতে এবার 'দুসরা' শেখার উপর জোর দিয়েছেন তিনি।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে আছে একমাত্র টেস্ট। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আরও কদিন পর। কিন্তু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমকে নিয়ে আগেভাগেই স্কিল অনুশীলন শুরু করে দিয়েছেন মিরাজ। এই অনুশীলনেই মুশফিকের সৌজন্যে 'দুসরা প্রশিক্ষকের' খোঁজ পেয়েছেন মিরাজ।
বয়সভিত্তিক দলে মুশফিকের সতীর্থ ছিলেন রেজাউল ইসলাম রাজন। ২০০৬ সালে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে ছিলেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেললেও এরপর নানা কারণেই হারিয়ে যান তিনি। সেই সময় দুসরা বল করার জন্য পরিচিতি ছিল তার। এখন কোচিং পেশা বেছে নিয়ে আছেন ক্রিকেটের সঙ্গে।
দ্য ডেইলি স্টারকে রাজন জানালেন, দুদিন আগে মুশফিকের ডাকে অনুশীলনে এসে মিরাজকে পেয়েছেন তিনি, 'কদিন আগে মুশফিক ফোন করে বলেছিল তাকে অনুশীলনে সাহায্য করতে। আমি এসে দেখলাম মিরাজও আছে তার সঙ্গে। মুশফিকই মিরাজকে পরামর্শ দিল দুসরা নিয়ে আমার সঙ্গে কথা বলতে। মিরাজ খুব ভালো শিখতে পার। সে আমাকে পরের দিনই ফোন করে সাহায্য যায় দুসরার ব্যাপারে। সে খুব দ্রুত শিখছে।'
রাজনের মতে, বেশ কিছু বৈচিত্র্য থাকা মিরাজের দুসরাও দ্রুতই রপ্ত হয়ে যাবে, 'মিরাজের কিছু বৈচিত্র্য আছে। সে সাইড অন থেকে যখন বল করে তখন সেটা ডানহাতিদের বেলায় বেরিয়ে যায়। সে ক্রিজ ব্যবহার করে ড্রিফট করাতে পারে। আমরা এখন দুসরা শুরু করলাম। আমি যেটা খেয়াল করলাম তার আঙুলগুলো অনেক বড়, যেটা স্পিনারদের জন্য বাড়তি সুবিধার। আমরা গ্রিপ, সাইড ওয়ে মুভমেন্ট আর পায়ের পাতা ফেলার জায়গা নিয়ে কাজ করছি। সে জানতে চেয়েছে তার বর্তমান বোলিং অ্যাকশনে দুসরা করতে পারবে কিনা, আমি মনে করছি খুব দ্রুতই সে এটা আয়ত্ত করে নেবে।'
রাজন অল্প বয়েসেই শিখেছিলেন এই স্কিল। নানান কারণে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও পুরনো বিদ্যা ধরে রেখেছেন তিনি, 'আমি আমার কোচ মোহাম্মদ ইয়াকব স্যারের কাছে দুসরা শিখেছিলাম, ক্যারিয়ারের একদম শুরুতে। এরপর ঢাকায় স্পিন বোলিং ক্যাম্পে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকের কাছে এই দক্ষতা রপ্ত করেছি। আমাদের সময়ে খুব বেশি অফ স্পিনার এটা করতে পারত না। ক্রিকেট পাড়ায় দুসরা নিয়ে আমার একটা সুনাম ছিল।'
Comments