ভারতকে হারিয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Australia Team
ছবি: আইসিসি

ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড করতে হতো ভারতের। চতুর্থ দিনের শেষ বিকেলের ব্যাটিং রোমাঞ্চের আভাস তৈরি করলেও বাস্তবতা দেখাল ভিন্ন ছবি। শেষ দিনে অস্ট্রেলিয়ার ঝাঁজালো বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারল না ভারত। স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন, মিচেল স্টার্কদের ঝলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল অস্ট্রেলিয়া।

রোববার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড পেয়ে গেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম দল। প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ল অজিরা।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ভারত থামে ২৩৪  রানে। মূলত প্রথম ইনিংসেই ম্যাচ খুইয়ে ফেলেছিলেন রোহিত শর্মারা।

অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ২৯৬ রানে গুটিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। বড় লিডের সঙ্গে আরও ২৭০ রান যোগ করে বিশাল লক্ষ্য দেয় অজিরা। যা শুরুতে আভাস দিলেও পরে আর সামাল দিতে পারেনি ভারত। এক সেশনেই পড়ে যায় বাকি ৭ উইকেট। পঞ্চম দিনে ৭ উইকেট তারা হারায় স্রেফ ৫৫ রানে।    

এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনালেও উঠেও পারল না ভারতীয়রা।

Kohli out

আগের দিনের ৩ উইকেটে ১৬৪ রান করা ভারতকে শেষ দিনে করতে হতো ২৮০ রান। সর্বোচ্চ রান তাড়ার বিশ্ব রেকর্ডের চ্যালেঞ্জ ছিল সামনে।   অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন নিয়ে দিনের শুরুর কয়েক ওভার বেশ জুতসই খেলছিলেন বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে। তবে আভাসই কেবল, বাস্তবায়নের সম্ভাবনাও তৈরি হয়নি।

নিখুঁত লাইন লেন্থে চাপ বাড়ানো অজি বোলাররা পথ বের করতে খুব বেশি সময় নেয়নি। দিনের সপ্তম ওভারেই ম্যাচের যবনিকাপাত যেন টেনে দেন বোল্যান্ড। ফিফটির কিনারে থাকা কোহলিকে ড্রাইভে প্রলুব্ধ করে আনেন সাফল্য। আগের কয়েকটি বল একটু পেছনে করেছিলেন বোল্যান্ড। আউটের বলটি করলেন সামনে।  হালকা ফুলার লেন্থে বল পেয়ে ড্রাইভের নেশায় ডুবে স্লিপে ক্যাচ দেন ভারতের সেরা ব্যাটার। বা দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় কোহলির ক্যাচ জমান স্টিভেন স্মিথ। দুই বল পরই অ্যারাউন্ড দ্য উইকেটে এসে বোল্যান্ড কট বিহাইন্ড বানিয়ে ফেলেন রবীন্দ্র জাদেজাকে। এক ওভারে দুই উইকেট হারিয়ে রোমাঞ্চের স্বপ্ন উবে যায় ভারতের।

এরপর শ্রিকার ভরতকে নিয়ে সামান্য প্রতিরোধ গড়েন রাহানে। প্রথম ইনিংসের মতো এবার আর টানতে পারেননি। ৩৩ রানের জুটির পর রাহানেকে এসে ফেরান মিচেল স্টার্ক। ১৮ মাস পর ফেরার টেস্টে প্রথম ইনিংসে ৮৯ করা রাহানে এবার থামেন ৪৬ করে।

খানিক পর ন্যাথান লায়নের ভেল্কি। প্রথম ইনিংসে ফিফটি করা শার্দুল ঠাকুরকে কোন রান করতে দেননি তিনি। এরপর লেজ মুড়ে দিতে আর বেশি সময় নেয়নি তারা।

৪১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার লায়ন। ৪৬ রানে ৩ উইকেট নেওয়া বোল্যান্ড নায়ক ম্যাচ ঘোরানো স্পেল করে। গুরুত্বপূর্ণ ফেইজে উইকে নিয়েছেন স্টার্ক আর কামিন্সও। 

তবে বোলারদের কেউ নন, ফাইনালের সেরা বাঁহাতি ব্যাটার ট্রেভিস হেড। প্রথম ইনিংসে ১৭৪ বলে ১৬৩ রান করে দলকে বড় পুঁজি পাইয়ে দেন তিনিই। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অবদান রাখেন স্মিথও। 

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

8h ago