ইমার্জিং কাপে বাংলাদেশের নেতৃত্বে সাইফ, স্কোয়াডে আছেন সৌম্য

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমার্জিং কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণা
ছবি: এএফপি

আগামী মাসে অনুষ্ঠেয় ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে রাখা হয়েছে স্কোয়াডে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমার্জিং কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে রয়েছে বাঁহাতি ওপেনার নাঈম শেখের নামও। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন তিনি।

জাতীয় দলের হয়ে ৩০ বছর বয়সী সৌম্য শেষবার খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে চার ম্যাচ খেলেও সুবিধা করতে পারেননি তিনি। সেই ব্যর্থতার কারণে বাদ পড়ে যান তিনি।

সম্প্রতি আফগানদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জেতা একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান ও ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়। তাদেরকে ডাকা হয়েছে ইমার্জিং কাপের দলে। আরও আছেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও ডানহাতি পেসার মুশফিক হাসান। এই দুজন আফগানদের বিপক্ষে টেস্টের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি।

গত মাসে আয়ারল্যান্ড সফরে আন্তর্জাতিক  অভিষেকের স্বাদ পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী সুযোগ পেয়েছেন ইমার্জিং কাপের স্কোয়াডে। আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তার। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন তিনি।

শ্রীলঙ্কায় আগামী ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আট দলের আসরে বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। তাদের সঙ্গীরা হলো আফগানিস্তান, ওমান ও স্বাগতিক শ্রীলঙ্কা।

স্কোয়াড:

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মুশফিক হাসান, আকবর আলি, নাঈম শেখ।

রিজার্ভ:

অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।

Comments