পাওয়ারপ্লেতেই গেমটা লস করে ফেলেছি: লিটন দাস

ছবি: ফিরোজ আহমেদ

সবকিছু ঠিকঠাক চললে হয়তো এই ম্যাচ জিতে পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নিতে পারতো বাংলাদেশ। কিন্তু মিরপুরে সুবিধা করে উঠতে পারেনি টাইগাররা। শুরুতেই ম্লান হয়ে গেল তাদের স্বপ্ন। ব্যাট হাতে পাওয়ারপ্লের ভয়াবহ বিপর্যয়ই ম্যাচের ভাগ্য লিখে দেয়। এমনটাই বললেন অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম পাঁচ ওভারে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিক দল। ৪১ রানে ৭ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল, হয়তো টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোর, ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৭০ রানের চেয়েও কম রানে গুটিয়ে যাবে বাংলাদেশ।

তবে মোহাম্মদ সাইফউদ্দিনের ৩৪ বলে হার না মানা ৩৫ রানের ইনিংসে সেই লজ্জা এড়ায় টাইগাররা। কিন্তু তা যথেষ্ট ছিল না পাকিস্তানের দাপুটে জয় ঠেকাতে। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১০৪ রানেই অলআউট হয়ে ৭৪ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এটা খুবই ভালো উইকেট ছিল। যে দুইটা ম্যাচ আমরা খেলেছি, তার থেকে অনেক ভালো উইকেট ছিল এটা। আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। আমরা বোলিংয়ে খুব ভালো উইকেট খেলেছি। ছয় ওভারের পাওয়ার প্লেতেই গেমটা লস করে ফেলেছি।'

তবে সিরিজে দলীয় পারফরম্যান্সের প্রশংসাও করেছেন লিটন। বললেন, 'এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল। প্রথম ম্যাচে তাঁদের ১১৫তে (আসলে ১১০) অলআউট করা, দ্বিতীয় ম্যাচে ১৩৫ এ ডিফেন্ড করা। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় এটা আজকেও বোলাররা ভালো করেছে।'

পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দুইটিতে দলকে জয় এনে দিয়েছেন লিটন। সামনের দিক তাকিয়ে তিনি বলেন, 'শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক দুই সিরিজে আমরা নতুন বলে ভালো করেছি। তবে ডেথ ওভারে বোলিংয়ে আমাদের এখনও উন্নতির জায়গা আছে। তেমনি ব্যাটিংয়েও অনেক বেশি উন্নতি দরকার।'

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে জাতীয় দলের সামনে তেমন কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া সূচি নেই, শুধু 'বাংলাদেশ এ' দলের অস্ট্রেলিয়া সফর ছাড়া, যেখানে লাল ও সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

CA likely to announce election date within 4-5 days: Mostafa Jamal

He made the remarks after a meeting between Prof Yunus and leaders of 12 political parties at the state guesthouse Jamuna

1h ago