আফগানিস্তানের বিপক্ষে মিডিয়া আর দর্শকদের চাপ দেখছেন পোথাস

Nic Pothas
গণমাধ্যমে কথা বলছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানকে টেস্টে গুঁড়িয়ে দিলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে যে তেমনটা হবে না তা জানে বাংলাদেশ দল। সীমিত সংস্করণে প্রতিপক্ষের শক্তি সমীহ করে কঠিন একটি সিরিজের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। তবে সিরিজে নিজেরা নিজেদের উপর চাপ না রাখলেও মিডিয়া আর দর্শকদের কাছ থেকে প্রবল চাপের শঙ্কা করছেন তিনি।

একমাত্র টেস্টে আফগানদের ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করার পর কদিন ছুটি নিয়ে আবার সাদা বলের অনুশীলন শুরু করেন তামিম ইকবাল, লিটন দাসরা। গত বুধবার থেকে শুরু সংক্ষিপ্ত ক্যাম্প শেষ হয়েছে আজ। শুরু হয়েছে ঈদের ছুটি।

ছুটির পর ২ জুলাই একদম চট্টগ্রামে গিয়ে মূল সিরিজের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ দলের। সেখানে ৫ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ছুটির আগে শেষ দিনের ক্যাম্পের পর দেশে ফেরার তাড়ার মধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে হাজির হয়েছিলেন পোথাস।

আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকলেও মূল আলোচনায় ওয়ানডে। বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে এই সিরিজে সেরা প্রস্তুতির সুযোগ দেখেন পোথাস,  'দৃষ্টি অবশ্যই বিশ্বকাপ, এশিয়া কাপের দিকে। সেজন্য আফগানিস্তান সিরিজ থেকে ভালো কিছু হতে পারে না (প্রস্তুতির জন্য)।'

একমাত্র টেস্টে চোট-বিশ্রাম মিলিয়ে ছিলেন না আফগানদের সেরা তারকা রশিদ খান। ওয়ানডেতে তিনি ফিরছেন। সীমিত সংস্করণের ক্রিকেটে বেশ কয়েকজন বিপদজনক ক্রিকেটার আছেন তাদের। প্রতিপক্ষকে তাই অনেক উঁচুতে রাখতে চান দক্ষিণ আফ্রিকান কোচ,  'তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের তাতিয়ে দিতে পারে।

বাংলাদেশের সহকারী কোচের মতে হার-জয়ের বাইরেও একটা কারণে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ। দল এখন কোন বাস্তবতায় দাঁড়িয়ে এই সিরিজ থেকেই সেই ছবি পাবেন তারা, 'এটা আমাদের জন্য খুব রোমাঞ্চকর কারণ এটা আমাদের বার্তা দিবে আমরা কোথায় আছি, এবং বলে দেবে আর কি করা প্রয়োজন। আমরা কি ভাল করছি ইত্যাদি। এটা উত্তেজনাময় সিরিজ হবে। এবং খুবই কঠিন সিরিজ হবে।'

সর্বশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। এক ম্যাচে আফিফ হোসেন-মেহেদী হাসান মিরাজ খাদের কিনার থেকে দলকে না টানলে সিরিজ জেতা হতো না তামিমদের। এবারও তারা কঠিন পরীক্ষায় ফেলতে পারে।  পোথাস বললেন এসব কারণ বলেই মিডিয়া ও দর্শকদের কাছ থেকে চাপ আসার শঙ্কা করছে বাংলাদেশ দল, 'তারা খুবই শক্তি প্রতিপক্ষ। আমাদের উপর চাপের কথা যদি বলেন একটা দিক থেকেই বলব। এটা আসবে গণমাধ্যম ও সমর্থকদের দিক থেকে, আমাদের দিক থেকে নয়। কাজেই এটা আপনাদের উপর, আপনারা কতটা চাপ আমাদের উপর দেন।'

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago