রোহিত কেন সাতে, কোহলি কেন ব্যাটিংয়েই নামলেন না?

ছবি: এএফপি

রোহিত শর্মা ক্রিজে গেলেন সাত নম্বর ব্যাটার হিসেবে। ব্যাট করতে নামাই হলো না বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ চমক উপহার দিল ভারত। ব্যাটিং অর্ডার ওলট-পালট করার ব্যাখ্যা ম্যাচের পর দিলেন অধিনায়ক রোহিত।

ব্রিজটাউনে বৃহস্পতিবার বোলিং উপযোগী উইকেটে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় ভারত। ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৩তম ওভারে। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

ব্যাটিংয়ের জন্য ভীষণ কঠিন পিচে ব্যাটিং লাইনআপে বদল এনে বিস্ময় জাগায় ভারত। ইনিংসের গোড়াপত্তন করেন ইশান কিশান ও শুবমান গিল। তবে উইকেট পতনের সঙ্গে দেখা যেতে থাকে চমকের পর চমক। তিনে সূর্যকুমার যাদব, চারে হার্দিক পান্ডিয়া, পাঁচে রবীন্দ্র জাদেজা ও ছয়ে নামেন শার্দুল ঠাকুর। রোহিতকে সাতে দেখা গেলেও ব্যাটিংয়ে নামেননি সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলি।

চলমান সফরে ওয়ানডে সিরিজের আগে অনুষ্ঠিত টেস্ট সিরিজের ভারত দলে যারা ছিলেন না, তাদেরকে খেলার সুযোগ দিতেই ব্যাটিং অর্ডার পাল্টানো হয় বলে জানান রোহিত, 'আমরা কখনোই ভাবিনি যে ৫ উইকেট হারিয়ে ফেলব। তবে ওয়ানডে দলে যারা এসেছে তাদেরকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার ব্যাপারটা দারুণ ছিল। এর আগে অবশ্য আমাদের (বোলিংয়ের মাধ্যমে) একটি ভালো অবস্থানে যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। প্রতিপক্ষকে ১১৫ রানে (মূলত ১১৪ রানে) আটকে ফেলা দুর্দান্ত একটি প্রচেষ্টার ফল ছিল। এরপর আমার মনে হয়েছে, আমরা সেই শক্ত অবস্থানে আছি এবং যেসব খেলোয়াড় সম্প্রতি বেশি ক্রিকেট খেলেনি তাদেরকে সুযোগ দেওয়া ও পরখ করে দেখা যেতে পারে।'

ডানহাতি এই তারকা ব্যাটার যোগ করেন, 'আমি জানি না ভবিষ্যতে কখন এই ছেলেরা এভাবে আবার খেলার সুযোগ পাবে। তাই যখনই এরকম সুযোগ আসবে, আমরা তাদেরকে সেটা নেওয়ার সুযোগ করে দিব।'

কেনসিংটন ওভালের উইকেটে বাউন্স ও টার্ন উভয়েরই দেখা মেলে। পিচের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন রোহিত, 'সত্যি বলতে, পিচ এরকম আচরণ করবে তা আমি কখনোই ভাবিনি। পেসার ও স্পিনারদের জন্য এখানে সব ধরনের সহায়তা ছিল। আর রান করাটা ছিল রীতিমতো দুঃসাধ্য। তবে ওদেরকে এত কম রানে আটকে রাখা আমাদের বোলিং ইউনিটের দিক থেকে ছিল অসাধারণ।'

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

2h ago