ইবাদতের জায়গায় প্রথমবার বাংলাদেশ দলে তানজিম সাকিব
বাম পায়ের চোটে ইবাদত হোসেনের খেলা হচ্ছে না এশিয়া কাপ। তার জায়গায় স্ট্যান্ডবাই থেকে আরেক ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে দলে নেওয়া হয়েছে। সিলেটের ২০ পেরুনো তরুণ প্রথমবার জাতীয় দলের কোন স্কোয়াডে ডাক পেলেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া হাঁটুর চোটে অনেকদিন ধরে পুনর্বাসনে ছিলেন ইবাদত। সেরে উঠে তাকে এশিয়া কাপে পাওয়ার আশা ছিল। কিন্তু তার চোটের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আশাহত হতে হয় নির্বাচকদের।
মঙ্গলবার সকালে মেডিকেল বিভাগ থেকে প্রতিবেদন পেয়ে পরিষ্কার হয়ে যায় সব। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, 'ইবাদতকে ছয় সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন। কিন্তু একাধিক এমআরআই করে আমরা দেখেছি তার এখনো চোট রয়ে গিয়েছে। কাজেই তিনি এশিয়া কাপ থেকে ছিটকে যাচ্ছেন।'
ইবাদত ছিটকে যাওয়ায় তানজিমই আলোচনায় ছিলেন। স্ট্যান্ডবাইতে থাকা এই পেসারকে দলে নিতে দ্বিধা করেননি নির্বাচকরা। তানজিম ডাক পাওয়ায় বাংলাদেশের ওয়ানডে দলে এখন যুব বিশ্বকাপ জেতা পাঁচ ক্রিকেটার জায়গা পেলেন।
শ্রীলঙ্কায় হওয়া এবারের ইমার্জিং এশিয়া কাপে ভালো বল করে নির্বাচকদের নজর কাড়েন তানজিম। তাকে তাই এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল। এবার মূল দলেও সুযোগ পেয়ে গেলেন ডানহাতি পেসার।
এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন তানজিম হাসান সাকিব ও নাঈম শেখ।
Comments