এশিয়া কাপ ২০২৩

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, সুপার ফোরে পাকিস্তান

ছবি: এএফপি

ভারতের ব্যাটিং শেষে বিরতিতে গেল দুই দল। এরপর শুরু হলো বৃষ্টির ভেলকি। আগে আরও দুবার একই কারণে খেলা বন্ধ হলেও চালু হতে বেশি সময় লাগেনি। কিন্তু এই দফা আর ২২ গজে ফেরা হলো না ক্রিকেটারদের। বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে আগের ম্যাচে নেপালকে হারানোয় সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান।

শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বিরূপ আবহাওয়ায় ভেস্তে গেছে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। টস জিতে আগে ব্যাট করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ৪৮.৫ ওভারে অলআউট হয় ২৬৬ রানে। এরপর বৃষ্টির তোড়ে আর ব্যাটিংয়ে নামতে পারেনি পাকিস্তান। অনেক অপেক্ষার পর বাংলাদেশ সময় রাত ১০টা ২২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

নিজেদের দুই ম্যাচ শেষে এশিয়া কাপের 'এ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তাদের অর্জন ৩ পয়েন্ট। ফলে প্রথম দল হিসেবে আসরের সুপার ফোরের টিকিট পেয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। আগের ম্যাচে মুলতানে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল তারা। পাকিস্তানের ৬ উইকেটে ৩৪২ রানের জবাবে প্রতিপক্ষ অলআউট হয়েছিল মাত্র ১০৪ রানে।

এই গ্রুপের আর একটি ম্যাচ বাকি আছে। আগামী সোমবার পাল্লেকেলেতেই মুখোমুখি হবে ভারত ও নেপাল। ওই ম্যাচের জয়ী দল সুপার ফোরে পাকিস্তানের সঙ্গী হবে। ভারতের নামের পাশে রয়েছে ১ পয়েন্ট। নেপাল কোনো পয়েন্ট পায়নি।

এদিন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার বড় জুটির আগে-পরে পাকিস্তানের পেসাররা দেখান নিজেদের সামর্থ্য। সেখানে নেতৃত্ব দেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তাকে যোগ্য সঙ্গ দেন দুই ডানহাতি পেসার হারিস রউফ ও নাসিম শাহ। তাদের দুর্দান্ত বোলিংয়ে ভারত গুটিয়ে যায় ২৬৬ রানে।

পাঁচে নেমে ইশান খেলেন ৮২ রানের ইনিংস। ৮১ বল মোকাবিলায় তিনি মারেন ৯ চার ও ২ ছক্কা। হার্দিক ছয়ে নেমে করেন ৯০ বলে ৮৭ রান। তার ব্যাট থেকে আসে ৭ চার ও ১ ছক্কা। এই দুজন ছাড়া ভারতের আর কোনো ব্যাটার ২০ রান পর্যন্তও যেতে পারেননি। প্রথম ৪ উইকেট তারা হারায় ৬৬ রানে। আর বাকি ৬ উইকেট খোয়ায় শেষ ৬২ রানে। ফলে এক পর্যায়ে তিনশ রানের সম্ভাবনা জাগালেও তা দূরের পথই থেকে যায় ভারতের।

অসমান বাউন্স ও গতির পিচকে ভালোমতো কাজে লাগান পাকিস্তানের পেসাররা। শাহিন ১০ ওভারে ২ মেডেনসহ ৪ উইকেট নেন ৩৫ রানে। ৮.৫ ওভারে ৩ উইকেট পেতে নাসিমের খরচা ৩৬ রান। রউফও শিকার করেন ৩ উইকেট। তবে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৯ ওভারে দেন ৫৮ রান। তিন স্পিনারও ব্যবহার করেন পাকিস্তানের অধিনায়ক বাবর। তবে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও আগা সালমানের কেউই উইকেট পাননি।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

21m ago