ভিডিও বার্তায় গত কয়েকদিনের পরিস্থিতি বলবেন তামিম

মঙ্গলবার রাতে দেওয়া হয় ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড। অনেক নাটকীয়তার পর তাতে রাখা হয়নি তামিমকে। নির্বাচকরা ব্যাখ্যা দিতে এসে জানান, তামিমের ফিটনেস ঘাটতি থাকায় তারা ঝুঁকি নেননি। সবার সঙ্গে আলোচনা করেই এসেছে এই সিদ্ধান্ত।
ভিডিও বার্তায় কী বলবেন তামিম
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

ফিটনেস ঘাটতির কারণে বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল ভিডিও বার্তা দিতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে রওয়ানা হওয়ার পর গত কয়েকদিনের ঘটনা ব্যাখ্যা করবেন।

মঙ্গলবার রাতে দেওয়া হয় ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড। অনেক নাটকীয়তার পর তাতে রাখা হয়নি তামিমকে। নির্বাচকরা ব্যাখ্যা দিতে এসে জানান, তামিমের ফিটনেস ঘাটতি থাকায় তারা ঝুঁকি নেননি। সবার সঙ্গে আলোচনা করেই এসেছে এই সিদ্ধান্ত।

এর আগে অবশ্য জানা যায়, পুরো ফিটনেস না থাকা তামিম দলে থাকলে অধিনায়কত্বই করবেন না সাকিব। কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও তামিমকে দলে নিতে চাননি।

নানান গুঞ্জন ও নাটকীয়তার মধ্য দিয়ে দল ঘোষণা হলেও বিতর্ক থামছে না। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। জানিয়েছেন, অত কয়েকদিনে গণমাধ্যমে যা এসেছে তা নিয়ে ভিভিড বার্তা দিবেন তিনি, 'আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।  গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।'

আজ বিকেল ৪টার ফ্লাইটে গৌহাটির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৪টার পরে তাই জানা যাবে তামিমের বক্তব্য।

Comments