২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১০টি দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি নয়টি দলের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। 

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। শেষ মুহূর্তে চোট নিয়ে শঙ্কা ও ফিটনেস ইস্যুতে তিনি বাদ পড়েন বলে জানান নির্বাচকরা। চোটের কারণে আগেই ছিটকে যান পেসার ইবাদত হোসেন।

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

প্রথম পর্বে বাংলাদেশের সূচি:

তারিখ বার ম্যাচ সময় ভেন্যু
৭ অক্টোবর শনিবার বাংলাদেশ-আফগানিস্তান সকাল ১১টা ধর্মশালা
১০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সকাল ১১টা ধর্মশালা
১৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড দুপুর ২টা ৩০ মিনিট চেন্নাই
১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দুপুর ২টা ৩০ মিনিট পুনে
২৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা ৩০ মিনিট মুম্বাই
২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৩১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৬ নভেম্বর সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ২টা ৩০ মিনিট দিল্লি
১১ নভেম্বর শনিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সকাল ১১টা পুনে

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

55m ago