ভিনদেশে আইপিএলের নিলামে আসছে যে পরিবর্তন

ছবি: টুইটার

প্রথমবারের মতো আইপিএলের নিলাম হতে যাচ্ছে ভারতের বাইরে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ডিসেম্বরের ১৯ তারিখে হবে ২০২৪ আইপিএলের নিলাম।

এবারের নিলামে একটা পরিবর্তন আসতে যাচ্ছে দলগুলোর খরচের পরিমাণে। সবশেষ ২০২৩ মৌসুমের আইপিএলের নিলামে প্রত্যেক ফ্র‍্যাঞ্চাইজির দল গঠনের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৯৫ কোটি রুপি। এবারে তা বেড়ে হয়েছে ১০০ কোটি। অর্থাৎ ক্রিকেটারদের পেছনে মোট ১০০ কোটি রুপি খরচ করে দল বানাতে পারবে দল।

২০২৪ আইপিএলের নিলাম হবে একদিনব্যাপী নিলাম— যাকে মিনি-অকশন বলা হয়ে থাকে। ১০০ কোটি রুপি বরাদ্দ থাকলেও সেখানে প্রতিটি দল কত খরচ করতে পারবে, তা নির্ভর করবে অব্যবহৃত অর্থের উপর। ফ্র‍্যাঞ্চাইজিগুলো কাদের ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে, অর্থাৎ রিটেনশন লিস্ট ও রিলিজড প্লেয়ারদের তালিকা জানিয়ে দেওয়ার সময় আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এসবের ওপর  নির্ভর করবে কতটুকু অর্থ নিলামে ব্যয় করতে পারবে ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

গেলবারের নিলামের পর অব্যবহৃত অর্থের তালিকায় সবার উপরে আছে পাঞ্জাব কিংস। তাদের কাছে আছে ১২ কোটি ২০ লাখ রুপি। সবচেয়ে কম পুঁজি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দলের হাতে আছে মাত্র ৫ লাখ রুপি। বাকি দলগুলোর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে আছে ৬ কোটি ৫৫ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স দুদলেরই আছে ৪ কোটি ৪৫ লাখ করে। রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের জমা আছে যথাক্রমে ৩ কোটি ৫৫ লাখ ও ৩ কোটি ৩৫ লাখ রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরর ১ কোটি ৭৫ লাখ রুপি, কলকাতা নাইট রাইডার্সের ১ কোটি ৬৫ লাখ রুপি ও বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পকেটে আছে ১ কোটি ৫০ লাখ রুপি।

এই অব্যবহৃত অর্থের সঙ্গে যোগ হবে ছেড়ে দেওয়া ক্রিকেটারদের গেলবারের নিলামে বিক্রি হওয়া অর্থ। সেই পুঁজি নিয়ে প্রত্যেক দল নামবে ২০২৪ আসরে নিলামে। ছোট নিলামে ক্রিকেটারদের সাধারণত চড়া দামে বিক্রি হতে দেখা যায়। গত বছরের ডিসেম্বরে যেমন, আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। পাঞ্জাব কিংস তাকে কিনেছিল ১৮ কোটি ৫০ লাখ রুপিতে। তারই স্বদেশি বেন স্টোকসের দাম এর আগে উঠেছিল ১৭ কোটি ২৫ লাখ রুপি। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন বিক্রি হয়েছিলেন ১৬ কোটি ৫০ লাখ রুপিতে।

ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা দলগুলো নিশ্চিত করার পর, আইপিএল কর্তৃপক্ষ নিলামে কারা থাকবে সেই তালিকা প্রকাশ করবে। নতুন তারকাদেরও অনেকেরই সেখানে আগমন ঘটবে। ফিরবেন পুরনো অনেক তারকাও। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আইপিএলের নিলামে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। গেলবারে প্যাট কামিন্স, অ্যালেক্স হেলসরা থাকেননি, এবার তাদেরও থাকার সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

2h ago