ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট পাচ্ছে নারী চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্টিন স্নেডেন। তার শূন্যস্থান পূরণ করবেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) চেয়ারম্যান হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসি জানিয়েছে, এতদিন ডেপুটি চেয়ারম্যান হিসেবে থাকা পুকেটাপু-লিন্ডন যাতে তার নতুন দায়িত্বে মসৃণভাবে স্থানান্তরিত হতে পারেন, সেজন্য স্নেডেন চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পুকেটাপু-লিন্ডন ২০১৭ সালে কিউই বোর্ডে প্রথম নিযুক্ত হন এবং বর্তমানে তিনি সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সময় দায়িত্ব পালন করা পরিচালক। পাশাপাশি তিনি নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির চেয়ারম্যান, ইন্সটিটিউট অব ডিরেক্টরসের একজন চার্টার্ড সদস্য ও একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

এনজেডসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্নেডেন সংস্থাটির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তার মতে, নতুন চেয়ারম্যানকে জায়গা করে দেওয়ার জন্য পদত্যাগ করাই হলো 'সঠিক কাজ'।

স্নেডেন বলেছেন, 'আমি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সেইসঙ্গে আইসিসি বোর্ডে নিউজিল্যান্ডের প্রতিনিধির পদ থেকেও।'

স্নেডেনের পরিবর্তে বোর্ড সদস্য ও সাবেক ক্রিকেটার রজার টুজ চলতি মাসের শেষ থেকে আইসিসিতে কিউই বোর্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Comments

The Daily Star  | English

Rohingya influx: 8 years on, repatriation still elusive

Since the repatriation deal was signed with Myanmar in November 2017, Bangladesh tried but failed to send Rohingyas back.

8h ago