জিম্বাবুয়েকে টপকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা
রুয়ান্ডাকে যেকোনো ব্যবধানে হারালেই হতো উগান্ডার। তবে বিশ্বকাপ নিশ্চিতের মিশনে উগান্ডা থাকল দাপুটে। রুয়ান্ডাকে দাঁড়াতেই দিল না তারা। বিশাল জয়ে প্রথমবারের মতোন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়ে গেল পূর্ব আফ্রিকার দেশটির। উগান্ডা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করায় কপাল পুড়ল টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ের।
নামিনিয়ার উইন্ডহকে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে উগান্ডা জিতেছে ৯ উইকেটে। আগে বোলিং বেছে রুয়ান্ডাকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয় উগান্ডা। ওই মামুলি লক্ষ্য স্রেফ ৮.১ ওভারে পেরিয়ে যায় উগান্ডা।
দিনের আরেক ম্যাচে কেনিয়ার বিপক্ষে রান বন্যা বইয়ে দিলেও লাভ হচ্ছে না জিম্বাবুয়ের। ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে উগান্ডার। উগান্ডার কাছে হারটাই জিম্বাবুয়ের জন্য হয়ে যাচ্ছে দুঃখের কারণ। গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারা টেস্ট মর্যাদা সম্পন্ন দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে দর্শক হয়ে।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে উগান্ডার জয়ের নায়ক তাদের বোলাররা। আলপেশ রামজানি, দীনেশ নাক্রানি, সিসেন্দু আর মাসাবার তোপে রুয়ান্ডা একদম সুবিধা করতে পারেনি। ১৮.৫ ওভার টিকলেও রান বের করতে পারছিল না তারা। দলের মাত্র দুই ব্যাটার যান দুই অনেক। কোন ব্যাটারের স্ট্রাইকরেট একশোর ধারেকাছে ছিলো না।
সহজ লক্ষ্য পেরুতে আগ্রাসী শুরু আনেন সিমন সিসাজি। রোনাক প্যাটেল ফিরলেও রজার মুকসাকে নিয়ে দ্রুত কাজ সেরে ফেলেন তিনি।দলের জয় নিশ্চিত করে ২১ বলে অপরাজিত থাকেন ২৬ রানে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, খেলবে ২০ দল। উগান্ডার মধ্য দিয়ে ২০ দল চূড়ান্ত হয়ে গেল। আফ্রিকান অঞ্চলের বাছাই পেরিয়ে এর আগে বিশ্বকাপে পা রাখে নামিবিয়া।
Comments