অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শিবলির সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের যুবারা

ছবি: বিসিবি

ভীষণ আঁটসাঁট থাকা বোলারদের সম্মিলিত অবদানে শ্রীলঙ্কাকে দুইশর নিচে থামাল বাংলাদেশ। এরপর সাদামাটা লক্ষ্য তাড়ায় দলকে পথ দেখালেন ডানহাতি ওপেনার আশিকুর রহমান শিবলি। আগের দুই ম্যাচে ফিফটি করা উইকেটরক্ষক-ব্যাটার এবার তুলে নিলেন অপরাজিত সেঞ্চুরি। ফলে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল টাইগার যুবারা।

বুধবার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে কেবল ১৯৯ রান করতে পারে শ্রীলঙ্কা। জবাবে ৫৫ বল হাতে রেখে ৪ উইকেটে ২০৪ রান তুলে জয় নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে বাংলাদেশ অর্জন করল পূর্ণ ৬ পয়েন্ট। আগের ম্যাচে জাপানকে ৯৯ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছিল তারা। আর তারা আসর শুরু করেছিল আয়োজক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬১ রানে জিতে। অন্যদিকে, এই হারে শ্রীলঙ্কা নিল বিদায়। তিন ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ২ পয়েন্ট। আরব আমিরাত ৪ পয়েন্ট নিয়ে হয়েছে 'বি' গ্রুপের রানার্সআপ। তলানিতে থাকা জাপান কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী শুক্রবার 'এ' গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে প্রথম সেমিতে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানকে মোকাবিলা করবে আরব আমিরাত।

শিবলি ১১৬ রানে অপরাজিত থাকেন। ১৩০ বল মোকাবিলায় তিনি মারেন ১১ চার ও ২ ছক্কা। ৬৪ বলে হাফসেঞ্চুরি স্পর্শের পর তিনি সেঞ্চুরি পূরণ করেন ১১৯ বলে। এর আগে জাপানের বিপক্ষে হার না মানা ৫৫ ও আরব আমিরাতের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আগে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল দারুণ। এক পর্যায়ে দলটির সংগ্রহ ছিল ১৫ ওভারে ১ উইকেটে ৭৪ রান। সেসময় বাংলাদেশকে ব্রেক থ্রু দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানের চাকায় গতিরোধ করেন যুবা বোলাররা। ফলে ভালো কোনো জুটি পায়নি লঙ্কানরা। তাদের আট ব্যাটার দুই অঙ্কে পৌঁছালেও কেউই ত্রিশের ঘরে যেতে পারেননি।

১০ ওভারে ৪০ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাব্বি। বাঁহাতি পেসার মারুফ মৃধা ৮ ওভারে সমান সংখ্যক উইকেট পান ৩৪ রানে। লেগব্রেক বোলার ওয়াসি সিদ্দিকি ১০ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। অফ স্পিনার শেখ পারভেজ জীবন সমান ওভারে সমান রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই জিশান আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৪ রান যোগ করে চাপ সামলে নেন শিবলি। রিজওয়ান আউট হন ৩৯ বলে ৩২ রানে। এরপর আরিফুলের সঙ্গে ৫৭ রানের জুটিতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান শিবলি। জয়ের সুবাস পেতে থাকে যুবারা।

চতুর্থ উইকেটে ইনিংসের তৃতীয় পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় স্টুয়ার্ট লয়ের শিষ্যরা। আহরার আমিন ও শিবলি মিলে স্কোরবোর্ডে জমা করেন ৬০ রান। ২৩ বলে ২৩ করে আমিন থামার পর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে বাকি পথ পাড়ি দেন শিবলি। ৪১তম ওভারের পঞ্চম বলে চার মেরে খেলা শেষ করে দেন তিনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago