চাপে পড়ার আগে মেলবোর্নে অতিরিক্ত দেওয়ার রেকর্ড পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান পিছিয়ে আছে ১২৪ রানে।
ছবি: এএফপি

প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া তুলল ৩১৮ রান। তাদেরকে অলআউট করতে শেষ ৬ উইকেট পাকিস্তান তুলে নিল ৬৮ রানের মধ্যে। বোলিংয়ের শেষটা ভালো করার পর ব্যাটিংয়ের শুরুটাও দারুণ হলো সফরকারীদের। তবে শেষ বিকালে স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের তোপে চাপে পড়ল তারা। ৪৬ রানের মধ্যে হারিয়ে ফেলল ৫ উইকেট।

বুধবার মেলবোর্ন সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান পিছিয়ে আছে ১২৪ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ২৯ রানে। তার সঙ্গে আমের জামাল খেলছেন ২৬ বলে ২ রানে। অজি পেসার কামিন্স ৩ উইকেট পেয়েছেন ৩৭ রানে। ২ উইকেট নিতে ন্যাথান লায়নের খরচা ৪৮ রান। বাকিটি জশ হ্যাজেলউড নিয়েছেন ২৯ রানে।

ব্যাটিংয়ে ভালো অবস্থান থেকে পা হড়কানোর আগে বোলিংয়ে অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতা হয় পাকিস্তানের। শান মাসুদের নেতৃত্বাধীন দলটির বোলাররা অতিরিক্ত হিসেবে দেয় রেকর্ড ৫২ রান। অর্থাৎ অস্ট্রেলিয়ার মোট রানের ছয় ভাগের এক ভাগ আসে এই খাত থেকে। মেলবোর্নের মাঠে কোনো টেস্টের কোনো ইনিংসে এত বেশি অতিরিক্ত রান হয়নি আগে।

অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টে সব মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে দিয়েছিল ৫৮ অরিতিক্ত রান।

পাকিস্তানের বিপক্ষে এবার অজিদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে। এর চেয়ে বেশি করেন কেবল মারনাস লাবুশেন। আগের দিনের ৪৪ রান নিয়ে খেলতে নামা ব্যাটার আউট হন ৬৩ রানে। চার ঘণ্টার বেশি ক্রিজে থেকে ১৫৫ বল মোকাবিলা করেন তিনি। দলটির আর কোনো ব্যাটার করতে পারেননি ফিফটি। মিচেল মার্শ খেলেন ৬০ বলে ৪১ রানের ইনিংস। এছাড়া, প্রথম দিনে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৩ বলে ৩৮ ও উসমান খাওয়াজা ১০১ বলে ৪২ রানে বিদায় নেন।

পাকিস্তানের হয়ে ৬৪ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার জামাল। পার্থে হওয়া প্রথম টেস্টে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭ উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া, দুটি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি, মির হামজা ও হাসান আলি।

Comments