আগামীতে বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা তৈরি ‘হতে পারে’ অ্যামব্রোসের

গতবারের মতন এবারও অ্যামব্রোস ধারাভাষ্যকার হিসেবে এসেছেন বিপিএলে। দ্য ডেইলি স্টারের সঙ্গে ছোট্ট আলাপচারিতায় তিনি জানিয়েছেন তার কিছু ভাবনার কথা।
Curtly Ambrose
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণ সময়ের অন্যতম প্রতিনিধি কার্টলি অ্যামব্রোস। নব্বুই দশকে দুর্দান্ত বোলিংয়ে দুনিয়া জুড়ে আলো ছড়িয়েছেন তিনি। বিধ্বংসী সব স্পেলে আতঙ্ক ছড়িয়েছে ব্যাটারদের। ৯৮ টেস্ট মাত্র ২০.৯৯ গড়ে ৪০৫ উইকেট তার। ১৭৬ ওয়ানডেতেও আছে ২২৫ উইকেট। গতবারের মতন এবারও অ্যামব্রোস ধারাভাষ্যকার হিসেবে এসেছেন বিপিএলে। দ্য ডেইলি স্টারের সঙ্গে ছোট্ট আলাপচারিতায় তিনি জানিয়েছেন তার কিছু ভাবনার কথা।

ওয়েস্ট ইন্ডিজের পড়তি সময়

'আমি আপনাকে উদাহরণ দিতে পারি স্পোর্টিং উইকেটের ঘাটতি কীভাবে ওয়েস্ট ইন্ডিজের নতুন পেসার তৈরিতে ধাক্কা হয়ে এসেছে।'

'সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানের পিচগুলো মন্থর ও নিচু হচ্ছ। একাদশে দুই পেসারের বেশি দেখা যাচ্ছে না, যেটা খুব হতাশার।'

বাংলাদেশের পেসারদের দেখে অনুভূতি

'বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। গত কয়েক বছর নতুন পেসার আসছে দেখতে পেয়ে ভালো লাগছে।'

'পেস বোলিং ভিন্ন রকম শিল্প অনেক কিছু নির্ভর করে উইকেট কেমন আচরণ করে পেসারদের জন্য। আপনাকে বোলার ও ব্যাটারের জন্য সমান সুবিধা রাখতে হবে। এটা ক্রিকেটের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।'

'আমি বিপিএলের গত আসরে এসেছিলাম, এবার মাত্র এলাম। আমি দেখছি ভালো উইকেট বানাতে কিউরেটররা কতটা উদগ্রীব, এটা ইতিবাচক দিক।'

ফ্র্যাঞ্চাইজি লিগের বাস্তবতা

'আপনি পেসারদেরকে দোষতে পারেন না। টি-টোয়েন্টি ক্রিকেট সাম্প্রতিক সময়ে অনেক বড় জায়গা নিয়ে নিয়েছে। এরসঙ্গে খাপ খাওয়াতে হবে। সারা বিশ্বজুড়ে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে।  লোভনীয় সুযোগ খেলোয়াড়দের জন্য হাতছাড়া করা কঠিন।'

'কোন পেসারের যদি দক্ষতা থাকে তাহলে যেকোনো সংস্করণে আলো ছড়াতে পারে তবে ফিটনেস একটা বড় চ্যালঞ্জের বিষয় হবে।'

বাংলাদেশের কোচিং করানোর ইচ্ছা

'আমি পেস বোলারদের কোচিং করাতে ভালোভাবে, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি জানি কোর্টনি বাংলাদেশ ক্রিকেটে আগে কাজ করে গিয়েছে। কে বলতে পারে যদি সময়কিছু তাল মিলে হয় তাহলে টাইগারদের সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী হবো। পুরো ব্যাপারতা হচ্ছে জ্ঞান ভাগ করে পেসারদের ঠিক জিনিস ধরিয়ে দেওয়া।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

9h ago