অ্যান্ডারসনের কীর্তির দিনে জয়সওয়ালের অপরাজিত ১৭৯

বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।
ছবি: রয়টার্স

ভারতের মাটিতে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে টেস্ট খেলতে নামলেন জেমস অ্যান্ডারসন। শুবমান গিলকে ফিরিয়ে টানা ২২টি পঞ্জিকাবর্ষে উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা এসব কীর্তির দিনটি অবশ্য নিজের করে নিলেন যশস্বী জয়সওয়াল। অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া চললেও একপ্রান্তে শিকড় গাড়লেন তিনি। তরুণ ওপেনারের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভালো পুঁজি পাওয়ার পথে রয়েছে ভারত।

শুক্রবার বিশাখাপত্তনমে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।

২২ বছর বয়সী জয়সওয়াল পেয়েছেন সাদা পোশাকের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ। বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ১৭৯ রানে। ২৫৭ বল খেলে তিনি মেরেছেন ১৭ চার ও ৫ ছক্কা। সাজঘরে যাওয়া ছয় ব্যাটারের সবাই দুই অঙ্কে পৌঁছালেও কেউই ছুঁতে পারেননি ফিফটি। জয়সওয়ালের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন আছেন ১০ বলে ৫ রানে অপরাজিত।

সফরকারীদের পক্ষে অভিষিক্ত অফ স্পিনার শোয়েব বশির ও লেগ স্পিনার রেহান আহমেদ নেন দুটি করে উইকেট। হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে বল হাতে তাক লাগানো বাঁহাতি স্পিনার টম হার্টলির শিকার একটি উইকেট। ৪১ বছর ১৮৭ দিন বয়সী অ্যান্ডারসনেরও প্রাপ্তি একটি উইকেট।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago