ক্রিকেট

ব্যাটিং নিয়ে পরের দুই ম্যাচের লক্ষ্য জানালেন সাকিব

দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসের পর ১৬ রানে ৩ উইকেট নেন বাঁহাতি তারকা।
ছবি: ফিরোজ আহমেদ

অবশেষে সাকিব আল হাসানের ব্যাটে রানের দেখা মিলেছে। বড় ইনিংস খেলতে না পারলেও যে ঝলক দেখিয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তার কাছে। চলতি বিপিএলে প্রথমবারের মতো অলরাউন্ড নৈপুণ্য দেখানোর পর নিজের ব্যাটিং নিয়ে পরের দুই ম্যাচের লক্ষ্যও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের ৬০ রানের জয়ে সাকিব ছিলেন উজ্জ্বল। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসের পর ১৬ রানে ৩ উইকেট নেন বাঁহাতি তারকা। এই ম্যাচের আগে খেলা তিন ইনিংসে স্রেফ ৪ রান করেন তিনি। দুটি ম্যাচে ব্যাটিংয়েই নামেননি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে বল হাতে অবশ্য ধারাবাহিকতা অক্ষুণ্ণ ছিল তার।

বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরের টানা চতুর্থ জয়ের পর সাকিব বলেন আরও বেশি বল মোকাবিলা করতে চাওয়ার কথা, 'ভালো ব্যাটিং করিনি। তবে হ্যাঁ, কিছু বল খেলতে পেরেছি, সেটা জরুরি ছিল। ২০ বলের মতো খেলেছি। তো পরের দুই ম্যাচে লক্ষ্য থাকবে ৩০ বল করে যদি খেলতে পারি, আমার জন্য ভালো হবে। আমার ছন্দ ফিরে আসার সম্ভাবনাটা আরও ভালো হবে।'

বোলিংয়ে ছয় ম্যাচে ৩৬ বছর বয়সী সাকিবের শিকার ৯ উইকেট। এই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে, 'বোলিং ভালোই হচ্ছে। এখনও যেহেতু আঙুলের চোট পুরোপুরি সারেনি, তো সেই হিসাবে আমার মনে হয়, ভালোই হচ্ছে।'

গত কিছুদিন ধরেই সাকিব ভুগছেন চোখের রেটিনার সমস্যায়। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরস কোরিওরেটনোপ্যাথি (সিএসআর) রোগে আক্রান্ত তিনি। এমন ক্ষেত্রে দেখতে সমস্যা হয়। এটা নিয়ে দেশের ক্রিকেটে আলোচনাও কম হয়নি। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে সিলেট পর্বের শেষদিনে সাকিব এক সংবাদমাধ্যমকর্মীকে পাল্টা প্রশ্ন করেছিলেন, 'আপনাকে কে বলেছে?'

সমস্যা কোথায় সেটা এখনও ধরতে না পারা সাকিব আপাতত দলের প্রয়োজনে ভূমিকা রাখার প্রত্যাশায় আছেন, 'জানি না কোন সমস্যা হচ্ছে আমার। চেষ্টা করছি খুঁজে বের করতে। তবে এই মুহূর্তে যদি দলে অবদান রাখতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটাই করে যেতে চাই আমি।'

Comments