টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে এখন থেকেই হাহাকার

India-pakistan cricket

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বাকি এখনো সাড়ে তিন মাসেরও বেশি সময়। তবে ম্যাচটির টিকিট নিয়ে এখনই তৈরি হয়েছে হাহাকার। ম্যাচটি দেখতে ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি আবেদন পড়ার কথা জানিয়েছে আইসিসি।

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ হয় না অনেকদিন। দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই সীমাবদ্ধ তাই এসিসি ও আইসিসি ইভেন্টে। এসব ইভেন্টের সূচিও এমনভাবে করা হয় যাতে নিশ্চিতভাবে মুখোমুখি হতে পারে দুদল।

এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে  'এ' গ্রুপে আছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৯ জুন নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

শুক্রবার বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আরও আগে। অগ্রিম টিকিট কিনতে সর্বাধিক চাহিদা ছিলো ৯ জুনের ম্যাচে। টিকিট কিনতে আবেদন পড়েছে ১৬১ দেশ থেকে, আবেদন করেছেন ৩০ লাখ মানুষ।

দামি তিন ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছিল। বাংলাদেশের টাকার মূল্যে সর্বনিম্ন ১৯ হাজার থেকে সর্বোচ্চ ৪৩ হাজার টাকার দামের টিকিট ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। যে পরিমাণ চাহিদা আছে তা ধারণক্ষমতার ২০০ গুণ বলে জানান আয়োজকরা।

বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স তুলে ধরেছেন মানুষের বিপুল আগ্রহ, 'যুক্তরাষ্ট্রে প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই হবে। এটা নিয়ে মানুষের আগ্রহ বিপুল, এটা খুব চমৎকার একটা ব্যাপার।'

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

33m ago