জুরেলের দারুণ ইনিংসের পর অশ্বিন-কুলদীপের তোপে জয় দেখছে ভারত

Ravichandran AshwinRavichandran Ashwin

খাদের কিনারে থাকা দলকে টেনে দারুণ ইনিংসে ম্যাচে ফেরালেন তরুণ ধ্রুব জুরেল, এরপর জ্বলে উঠলেন ভারতের স্পিনাররা। রবীচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবের তোপে দ্বিতীয় ইনিংসে দেড়শোর আগেই থামল ইংল্যান্ড। দুইশোর নিচে লক্ষ্যে পেয়ে শেষ বিকেলে ভারতের উদ্বোধনী জুটিও ছড়ালো আলো।

রাঁচি টেস্টে দ্বিতীয় দিন শেষে অনেকখানি এগিয়ে ছিলো ইংল্যান্ড। রোববার তৃতীয় দিন শেষে একদম ভিন্ন ছবি,  ম্যাচ প্রায় মুঠোয় ভারতের। ১৯২ রানের লক্ষ্যে বিনা উইকেটে ৪০ তুলেছে রোহিত শর্মার দল। অধিনায়ক রোহিত ২৪ আর যশভি জয়সওয়াল ১৬ রান নিয়ে খেলছেন।

৭ উইকেটে ২১৯ রান নেমে কুলদীপকে নিয়ে এগুতে থাকেন জুরেল। ইতিবাচক অ্যাপ্রোচে বাড়াতে থাকেন রান। ৮ম উইকেট জুটিতে ৭৬ আসার পর কুলদীপ বিদায় নিলে অভিষিক্ত আকাশ দ্বীপকে নিয়ে আরেক প্রতিরোধ গড়েন ভারতের কিপার ব্যাটার। এই জুটির ৪০ রানের ৩১ রানই তুলেন জুরেল। শেষ উইকেট জুটিতে সিরাজকে নিয়েও যোগ করেন ১৪ রান।

১৭৭ রানে ৭ উইকেট হারানোর পর শেষ ৩ উইকেট জুটিতে মহা মূল্যবান ১৩০ রান যোগ করতে বড় ভূমিকা রাখেন জুরেল। একদম শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ৯০ রান করে। ইংল্যান্ডের হয়ে ১১৯ রানে ৫ উইকেট নেন শোয়েব বশির।

জুরেলের বীরত্বের পরও ৪৬ রানের লিড পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। ক্রমশ কঠিন হতে থাকা উইকেটে এই লিড ধরে ভারতকে বড় রানের নিচে চাপা দেওয়ার সুযোগ ছিলো তাদের। তবে রাঁচির উইকেটে ভারতের স্পিন ত্রয়ীয় সামনে দ্রুতই অসহায় অবস্থায় হয় ইংলিশদের।

কুলদীপ-অশ্বিন-জাদেজার সামনে জ্যাক ক্রলি ছাড়া সুবিধা করতে পারেননি কেউ। অফ ফর্মে থাকা জ জনি বেয়ারস্টো এবারও থিতু হয়ে বড় করতে পারেননি ইনিংস।

নতুন বল হাতে নিয়ে পঞ্চম ওভারে বেন ডাকেটকে ফিরিয়ে উইকেট নেওয়া শুরু করেন অশ্বিন। এরপর টানা অলি পোপ, জো রুটকে শিকার ধরেন তিনি। অশ্বিনের টানা তিন শিকারের পর ৬০ করা ক্রলিকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কুলদীপ, বেন স্টোকসকেও দ্রুত ফেরান তিনি। মাঝে বেয়ারস্টোকে জাদেজা ছাঁটার পর অশ্বিন-কুলদীপ মিলে মুড়ে দেন ইনিংস।

দুইশোর নিচে উইকেট পেয়ে শেষ বিকেলে খেলতে নেমে কোন ভুল করেনি রোহিত-জয়সওয়াল। ওভার প্রতি পাঁচ করে রান উঠিয়ে ম্যাচ অনেকটা সহজ করে ফেলেছেন তারা। হাতে ১০ উইকেট নিয়ে বাকি ১৫২ রান করতে হবে ভারতের, ম্যাচ তাই স্বাগতিকদের দিকে হেলে। তবে ইংল্যান্ডের স্পিনাররা চতুর্থ দিনে দ্রুত কিছু উইকেট ফেললে নাটকীয়তা তৈরি হতেও পারে। 

Comments

The Daily Star  | English
us tariff rates by country

Higher US tariffs take effect on dozens of economies

US duties rose from 10 percent to levels between 15 percent and 41 percent for a list of trading partners

32m ago