‘নিজের ইচ্ছায় কি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি?’, মুশফিকের বিস্ফোরক প্রশ্ন

Mushfiqur Rahim
ছবি: একুশ তাপাদার

২০২২ সালের ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বীকৃত পেজে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু প্রায় দেড় বছর পর তিনি করলেন বিস্ফোরক এক মন্তব্য। নিজের ইচ্ছায় অবসর নেননি বলে ইঙ্গিত করলেন তাতে।

বুধবার রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠে ফরচুন বরিশাল। ম্যাচ জেতায় বড় ভূমিকা রাখা মুশফিক সংবাদ সম্মেলনে এলে অনেক প্রশ্নের ভিড় হয় তাকে ঘিরে। এসব প্রশ্নে একের পর এক ঝাঁজালো উত্তর দিতে থাকেন তিনি।

বিপিএলে এবার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন মুশফিক। আপাতত শীর্ষে আছেন তামিম ইকবাল। দুইজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে। এক প্রশ্নকর্তা সেই সূত্রেই প্রশ্ন করছিলেন।

তাকে থামিয়ে মুশফিক পাল্টা প্রশ্ন করেন,  'রিটায়ার কি করেছিলাম ভাই?' কিছুক্ষণ মাথা ঝাঁকিয়ে আক্ষেপের স্বরে বলেন, ;হ্যাঁ, রিটায়ার করেছিলাম…।'

এতেই প্রশ্ন রয়ে যায় তিনি কি তবে জোর করে অবসর নিয়েছিলেন। সংবাদ সম্মেলন শেষে বাইরেও তাই তাকে ঘিরে জমে ভিড়। সেখানে জানতে চাওয়া হয় অবসর নেওয়ায় আক্ষেপ হয় কিনা, 'না, না…অনুশোচনা করি না। অনুশোচনা করার কী আছে…?'

পরে যা বলেছেন তা স্পষ্ট ইঙ্গিত বাধ্য হয়েই অবসর নিতে হয়েছে তাকে, 'শুধু আমি একটা প্রশ্ন করি, আমি কি টি-টোয়েন্টি অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে। যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই।'

২০২২ এশিয়া কাপে চরম ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। অবসর বার্তায় লিখছিলেন, 'টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।'

অবসর নেওয়ার আগে অবশ্য বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি থেকে ১০২টি ম্যাচ খেলেন তিনি। ১০২ ম্যাচে মাত্র ১১৫.০৩ স্ট্রাইকরেট আর স্রেফ ১৯.৪৮ গড়ে করেন ১৫০০ রান।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago