‘অনেক কিছু ঠিক হতে হবে’, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্নে তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা বিপিএলের মাঝেই জানাবেন বলেছিলেন তামিম ইকবাল। তবে বিপিএল চ্যাম্পিয়ন হয়েও এই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায় তার ফেরা নির্ভর করছে অনেক কিছু 'ঠিক' হওয়ার উপর।
গত বছর জুলাই মাসে আফগানিস্তান সিরিজের মাঝে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। একদিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরে খেলেন দুই ম্যাচ।
এরপর সাকিব আল হাসানের সঙ্গে বিরোধের সূত্র ধরে নানান নাটকীয়তায় আর বিশ্বকাপ স্কোয়াডে থাকেননি তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তামিম। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে-বাইরে দুটি সিরিজ খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেও আসন্ন সিরিজের দল ঘোষণা হয়ে গেছে। তামিম তাতে নেই।
শুক্রবার ফরচুন বরিশালের হয়ে বিপিএল জিতে আসার পর স্বাভাবিকভাবেই তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্ন উঠে। উত্তরে তামিম রেখে দেন ধোঁয়াশা। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও নানান কারণে সেটা হয়ে উঠেনি, 'না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।'
এরপর তামিম জানান, তার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে, 'একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার জন্য ফিরে আসা অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি- হয়তো দুই বছর খেলবো (সব মিলিয়ে)। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।'
'এখনও যেহেতু উনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।'
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতন অবস্থায় আছেন কিনা এই প্রশ্নে তামিম বলেন, 'ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম। এখন তো একটু পেট-টেট বের হয়েছে দেখছেন। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম।'
'আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা। আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।'
Comments