টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত: ম্যাচ রেফারির কাছে যাবে শ্রীলঙ্কা

আল্ট্রা এজ প্রযুক্তিতে স্পাইক দেখার পরও সৌম্যকে নট আউট দেন টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বিষয়টা নিয়ে ম্যাচ রেফারির কাছে যাবে শ্রীলঙ্কা দল।
Sri Lanka
স্পাইক থাকার পরও কেন আউট দেয়া হলো না আম্পায়ারের কাছে জানতে চাইছে শ্রীলঙ্কা দল। ছবি: ফিরোজ আহমেদ

মাঠের আম্পায়ার আউট দিয়েছিলেন সৌম্য সরকারকে। কট বিহাইন্ডের আউট চ্যালেঞ্জ করে সৌম্যের রিভিউ টিভি আম্পায়ারের কাছে যাওয়ার পর তৈরি হলো বিতর্ক। আল্ট্রা এজ প্রযুক্তিতে স্পাইক দেখার পরও সৌম্যকে নট আউট দেন টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বিষয়টা নিয়ে ম্যাচ রেফারির কাছে যাবে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হলে কোন না কোন বিতর্ক তৈরি হচ্ছেই। নাগিন নাচ, টাইমড আউটের পর এবার টিভি আম্পায়ারের একটি সিদ্ধান্ত দুই দলের পরিস্থিতিতে উত্তেজনার রসদ যোগান দিচ্ছে।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এদিন লঙ্কানদের ১৬৫ রান টপকাতে গিয়ে ভালো শুরু পান লিটন দাস- সৌম্য সরকার।

৩ ওভারে ২৮ আনার পর চতুর্থ ওভারে বিনুরা ফার্নান্দোর বলে পরাস্ত হন সৌম্য। কট বিহাইন্ডের আবেদনে সহজে সাড়া দেন মাঠের আম্পায়ার গাজী সোহেল। সৌম্য রিভিউ নিলে টিভি আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্তের ভার। আল্ট্রা এজড প্রযুক্তিতে রিপ্লেতে দেখা যায় বল ও সৌম্যের ব্যাট কাছাকাছি। আছে স্পাইক। এমন দৃশ্য বড় পর্দায় দেখে হাঁটা ধরেছিলেন সৌম্য। কিন্তু সবাইকে অবাক করে মাসুদুর দেন নট আউটের সিদ্ধান্ত। স্টাম্প মাইকে তাকে বলতে শোনা যায়, 'স্পাইক থাকলেও বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার গ্যাপ আছে। কাজেই নট আউট।'

এমন সিদ্ধান্তে মাঠেই বিস্ময় ও হতাশা প্রকাশ করে আম্পায়ারদের কাছে কারণ জানতে চায় লঙ্কান ক্রিকেটাররা। ১৪ রানে জীবন পেয়ে সৌম্য ফেরেন ২৬ রান করে। উদ্বোধনী জুটি ২৮ রানে থামার বদলে আনে ৬৮ রান।

ম্যাচ শেষে শ্রীলঙ্কার সহকারি কোচ নাভীদ নেওয়াজ জানান এই সিদ্ধান্তে কেন দেওয়া হয়েছে তা জানতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যাবেন তারা,  'মাঠের আম্পায়ার আউট দিয়েছিলেন। আমি নিশ্চিত টিভি আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হলে অকাট্য প্রমাণ পেতে হবে। এটা পরিষ্কার যে স্পাইক ছিলো। আমরা বড় পর্দায় তা দেখেছি। কি হয়েছে দেখার জন্য আমাদের ম্যাচ রেফারির কাছে যেতে হতে পারে। আমাদের কাছে থাকা ফুটেজ পর্যাপ্ত নয় কিছু বলার জন্য। আমি নিশ্চিত টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেওয়ার প্রমাণ থাকবে।'

সৌম্য ইনিংস বড় করতে না পারলেও ওই পরিস্থিতিতে উইকেট পড়বে ম্যাচে ভিন্ন কিছু হতে পারত বলে মনে করেন নাভিদ,  'এটা প্রথম উইকেট হতে পারত। এটা আউট পেলে অন্যরকম হতে পারত। এই পিচে যেকোনো উইকেটই গুরুত্বপূর্ণ।'

এদিন অবশ্য নিজেদের ব্যাটিংয়েই ম্যাচ খুইয়ে আসার কথা স্বীকার করে শ্রীলঙ্কা। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে ১৬৫ যে যথেষ্ট নয় তা জানান নাভীদ,  'আমার মনে হয় আমরা ১৫-২০ রানের ঘাটতিতে ছিলাম। বিশেষ করে সিলেটে রাতের এই কন্ডিশনে। দুইটা ম্যাচেই তারা টসে জিতে ফিল্ডিং নিয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

59m ago