মিলারকে নিয়ে ওয়াসিম আকরাম মিথ্যা তথ্য দিচ্ছেন, বলল বরিশাল

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসে নিজের বিয়ের খবর দিয়েছিলেন ডেভিড মিলার। প্রথমে দুই ম্যাচ খেলার কথা থাকলেও পরে বরিশাল ফাইনালে উঠায় তিন ম্যাচ খেলে যান তিনি। এই তিন ম্যাচের জন্য তাকে দেড় লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। তবে বিপুল এই টাকার অঙ্ক শুনে অবাক বরিশাল কর্তৃপক্ষ। দলের চেয়ারম্যান মিজানুর রহমান বললেন, ওয়াসিম মিথ্যা তথ্য দিয়েছেন।

এ স্পোর্টসের দ্য প্যাভিলিয়ন অনুষ্ঠানে গত মঙ্গলবার বিপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার মিলারের পারিশ্রমিক নিয়ে কথা বলেন ওয়াসিম। সেখানে তিনি দেন চমকে দেওয়া এক তথ্য, 'বিপিএল কারা জিতেছে সেই আলাপ করছি, পিএসএলের কারণে সেটা খেয়াল করিনি। আমি মাত্রই জানতে পারলাম ডেভিড মিলারকে তিন ম্যাচের জন্য দেড় লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেজন্য সে তার বিয়ে স্থগিত করে দেয়।'

এই ব্যাপারে যোগাযোগ করা হলে দ্য ডেইলি স্টারকে মিজানুর বলেন,  'না এগুলো ঠিক না। একদম ঠিক না। এগুলো ভুল তথ্য। ও (মিলার) তার ইমোশন দিয়ে থাকছে (ফাইনালে), টাকা দিয়ে থাকেনি। ওয়াসিম আকরাম কি আমাদের সঙ্গে ছিলো? আমিই না জানি কত টাকা দিছি। এইগুলো সত্য না।'

বিপিএলে প্রথমে প্লে অফের দুই ম্যাচের জন্য চুক্তিভুক্ত হয়েছিলেন মিলার। বরিশাল ফাইনালে উঠায় অনুরোধে খেলে যান ফাইনালও। তবে সেজন্য তার বিয়ে পেছাতে হয়নি। ৯ মার্চ আগে থেকে ঠিক করা তারিখেই বিয়ে করেন মিলার।

বরিশালের ম্যানেজার সাব্বির খান খোলাসা করেন তা,  'আমি এই জিনিস নিশ্চিত করতে পারি যে ওর বিয়ে পেছায়নি, ওর বিয়ে ছিলো ৯ তারিখ। আগেও ৯ তারিখে ছিলো, পরেও ৯ তারিখে ছিলো। ও চাইছিলো যে ফাইনালটা খেলবে না ও আগেভাগে চলে যাবে, পরিবারকে সময় দেবে। বিয়ের আগে হয়ত টুকটাক অনুষ্ঠান থাকতে পারে। ওটাই এক ম্যাচ পর গেছে।'

'ফাইনালে উঠার পর ওর সঙ্গে মিজান ভাই কথা বলেছে, তারপরে রাজী হয়েছে। ও পরে গিয়েছে। ওর বিয়ে ৯ তারিখ। ফাইনাল তো ১ তারিখে হয়েছে। ও (ওয়াসিম) যদি ইন্সটাগ্রামে ঢুকত তাহলে দেখত ৯ তারিখে হয়েছে।'

মিলারকে দেড় লাখ ডলার দেওয়ার প্রশ্নই উঠে না বলে বাস্তবতা তুলে ধরেন সাব্বির,  'টাকার অংক পুরোটাই মিজান ভাই দেখেছে। তবে এই এমাউন্ট এটা অবিশ্বাস্য এমাউন্ট। এরকম এমাউন্টে কোন খেলোয়াড় নেওয়ার মতন দলগুলো খরচ করে না। তিন ম্যাচ মানে প্রতি ম্যাচ ৫০ হাজার ডলার, ৬০-৬৫ লাখ টাকা এক ম্যাচের জন্য! এটা তো জমি জমা বিক্রি করতে হবে। এটা ওর (ওয়াসিমের) মনে হইছে। ও যেমন বিয়ে পেছানো বানিয়ে ফেলেছে, এটাও এমন বানিয়ে দিয়েছে। এটা কোনভাবেই সম্ভব না। দেড়লাখ ডলার ডেভিড মিলার! তাহলে তো অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল ট্যাক্সওয়েল এদের নেওয়া যায়, এরচেয়ে আরও কম টাকায় নেওয়া যায়। আমি যেমন মার্কেটে শুনি একদম টপ প্লেয়ার ২০ হাজার, ২৫ হাজার বা ৩৫ হাজার চায়। দরদাম করলে আরও কমে টমে।'

একটি সূত্রে জানা যায়, প্লে অফের দুই ম্যাচের জন্য মিলারের সঙ্গে ২৫ হাজার ডলারের চুক্তি ছিলো বরিশালের। ফাইনাল খেলায় সেই অঙ্কটা আরও কিছুটা বেড়েছে।

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago