মুশফিকের বদলি হিসেবে প্রথমবার বাংলাদেশের টেস্ট দলে হৃদয়

প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের পরিসংখ্যান উজ্জ্বল। ১৪ ম্যাচের ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।
Towhid Hridoy
তাওহিদ হৃদয়। ছবি: ফিরোজ আহমেদ

অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমের চোটে কপাল খুলল তাওহিদ হৃদয়ের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত সদস্যে পরিণত হওয়া তরুণ ব্যাটার প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো তাকে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের বদলি হিসেবে হৃদয়কে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩০ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের পরিসংখ্যান উজ্জ্বল। ১৪ ম্যাচের ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি। ৩ সেঞ্চুরির সঙ্গে ৪ ফিফটি আছে তার নামের পাশে।

গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে কিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে তার। তখন প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ব্যাটিংয়েও নেমে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

৪ উইকেটে জেতা ম্যাচের পর স্ক্যান রিপোর্টে দেখা যায় মুশফিকের আঙুলে চিড় ধরেছে। ফলে গোটা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

আগামী শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ৩০ মার্চ মাঠে গড়াতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

Comments