আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি: আলোনসো

২০২২ সালে যখন কোচ হিসেবে বায়ার্ন লেভারকুসেনের দায়িত্ব নেন জাবি আলোনসো তখন তলানিতে ধুঁকছিল লেভারকুসেন। জার্মান বুন্দেসলিগায় তাদের অবস্থান ছিল ১৭ নম্বরে। দিন বদলের অদ্ভুত গল্প লিখে সেই ক্লাবই এখন জার্মানির সর্বোচ্চ আসরের চ্যাম্পিয়ন। ক্লাবের ১২০ বছরের ইতিহাসের সেরা সাফল্য এনে  স্প্যানিশ কোচ বললেন, অবিশ্বাস্য অনুভূতিতে ভাসছেন তিনি।

দুই বছর আগে যে দলকে অবনমন থেকে বাঁচানো চ্যালেঞ্জ ছিল আলানসোর, সেই দল শিরোপা জিতে যাবে দুই বছর পর এমন আশাবাদ পাঁড় সমর্থকেরও ছিলো না হয়ত। রোববার রাতে ঘরের মাঠ বে অ্যারেনায় ভের্দার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতার আনন্দে ভাসে লেভারকুসেন। ম্যাচ শেষ হওয়ার আগেই হাজার হাজার সমর্থক মাঠে প্রবেশ করে ভাসতে থাকেন উৎসবে।

বুন্দেসলিগা মানেই এতদিন ছিলো বায়ার্ন মিউনিখের দাপট। তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাঝেমধ্যে বুরুশিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগও রাখত ভূমিকা। লেভারকুসেন সেই দিক থেকে আড়ালের দল। আড়াল থেকে বেরিয়ে তারা এবার কেড়ে নিয়েছে সব আলো।

শিরোপা জেতার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ আলোনসো ভাসছেন আনন্দে,  'ক্লাবের জন্য এটা বিশেষ মুহূর্ত। ১২০ বছর পর প্রথমবার বুন্দেসলিগা জিততে পারা অন্যরকম ব্যাপার। ছেলেরা সবাই পারফর্ম করেছে। এক হয়ে সর্বোচ্চ সাফল্যের জন্য ঝাঁপিয়েছে। আমার জন্য সম্মানের এটা।'

'প্রথম যেকোনো কিছুই বিশেষ। আমি গর্বের সঙ্গে বলতে পারি লেভারকুসেনের ইতিহাসে এমন দিনে আমি অংশ ছিলাম, এটা আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি।'

আলোনসো জানান, ইতিবাচক মানসিকতায় লিগ শুরুর পর দ্রুতই বুঝতে পারেন খেলোয়াড়দের সামর্থ্য,  'আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছি। ছেলেরা দ্রুতই কার্যকর খেলা শুরু করে। কয়েক ম্যাচ পর দেখলাম সবাই দুর্দান্ত খেলতে পারে। আমরা এখন বলতে পারি লেভারকুসেন জার্মানির চ্যাম্পিয়ন। এটা আমাদের অসাধারণ অর্জন।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago