বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা গুজব: তাসকিন

taskin ahmed

ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে ঘুম থেকে দেরি করে উঠা ও টিম বাস ধরতে না পারার ব্যাখ্যায় দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। নিজের ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে তাকে নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার বেশিরভাগ গুজব বলেও জানান তাসকিন।

বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ফেরারও কয়েকদিন পর একটি গণমাধ্যমে খবর বের হয়, ভারতের বিপক্ষে ঘুমের কারণে মাঠে দেরি করে গিয়েছেন তাসকিন। এই কারণেই তাকে খেলানো যায়নি। তাসকিনের টিম বাস মিস করা ও দেরিতে মাঠে যাওয়ার কথা  গতকাল জানিয়েছেন সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও।

বুধবার দেশের আরও একটি জাতীয় দৈনিকে তাসকিনের শৃঙ্কলাভঙ্গের খবর প্রকাশ হয়। এবার পুরো ঘটনা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন ডানহাতি পেসার।

তিনি লিখেছেন,  'প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের  কাছে ক্ষমা চেয়েছি।'

'আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।'

'এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে।'

তাকে নিয়ে প্রচারিত কোন খবরটি মিথ্যা ও গুজব তা স্পষ্ট করেননি তিনি। তবে ভাবমূর্তি ক্ষুন্ন করলে আগামীতে আইনি ব্যবস্থা নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক থাকা তাসকিন।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago