চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!

ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারত যাবে ধরে নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের সব কিছু। সেক্ষেত্রে ১ মার্চ গ্রুপ পর্বের লড়াইয়ে লাহোরে নামবে দুই চির প্রতিদ্বন্দি দল ভারত ও পাকিস্তান।
Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে অংশ নিবে আট দল। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবর দুই গ্রুপের এই টুর্নামেন্টে এক গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারত যাবে ধরে নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের সব কিছু। সেক্ষেত্রে ১ মার্চ গ্রুপ পর্বের লড়াইয়ে লাহোরে নামবে দুই চির প্রতিদ্বন্দি দল ভারত ও পাকিস্তান।

'এ' গ্রুপে তাদের সঙ্গী হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার জন্য করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবচেয়ে বেশি ৭ ম্যাচ হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে।

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনালের জন্য থাকছে একটি রিজার্ভ ডেও।

বর্তমানের খসড়া সূচি অনুযায়ী করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুই সেমিফাইনাল। ফাইনাল হবে লাহোরে। তবে ভারত সেমিফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে তাদের সেমিফাইনালও হবে লাহোরে। ভারতের সবগুলো ম্যাচ কেবল লাহোরেই রাখার পরিকল্পনা করছে পিসিবি।

তবে সব আয়োজন এলোমেলো হয়ে যেতে পারে ভারত পাকিস্তানে যেতে রাজী না হলে। ২০০৮ সালের এশিয়া কাপের পর নিরাপত্তাজনিত কারণে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় দল। ২০০৮ সালের পর অবশ্য লম্বা সময় দেশটিতে যায়নি কোন দলই।

বর্তমানে ভারত ছাড়া সবগুলো দলই পাকিস্তানে গিয়ে খেলছে। কিন্তু রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ হয় না ২০১৩ সালের পর। ২০১৩ সালে সর্বশেষ দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল।

তবে তারা আইসিসির আসরে খেলতে ভারতে পরেও গিয়েছে। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে গিয়ে খেলেছিলো পাকিস্তান দল।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

14h ago