মেজর ক্রিকেট লিগে সাকিবের আরেকটি বিবর্ণ দিন

বাজে ছন্দ কাটিয়ে এখনো জ্বলে উঠতে পারছেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে আরও এক ম্যাচে খরুচে বল করলেন তিনি, সেই সঙ্গে ব্যাটিংয়েও পেলেন না রান।
Shakib Al Hasan

বাজে ছন্দ কাটিয়ে এখনো জ্বলে উঠতে পারছেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে আরও এক ম্যাচে খরুচে বল করলেন তিনি, সেই সঙ্গে ব্যাটিংয়েও পেলেন না রান।

লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে সিয়াটোল ওরকাসের বিপক্ষে ব্যাট হাতে ৭ বলে করেন ৭ রান। পরে বোলিংয়ে ২ ওভারে দেন ২৩ রান। সাকিবের বাজে দিনে ৯ উইকেটে হেরেছে তার দলও।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেসন রয়ের ফিফটিতে ১৬৮ রান করে লস এঞ্জেলস। চারে নেমে এদিন ৭ বলে ৭ রান করে হারমিত সিঙ্গের বলে আউট হন সাকিব।

রায়ান রিকেলটনের সেঞ্চুরি আর কুইন্টেন ডি ককের ফিফটিতে ১ বল আগে ওই রান পেরিয়ে ৯ উইকেটে জিতে যায় সিয়াটল।

এই ম্যাচে পাওয়ার প্লের পর নবম ওভারে সাকিবকে বল করতে আনেন সুনিল নারাইন। প্রথম ওভারে ৮ রান দেন বাংলাদেশের তারকা। একাদশ ওভারে আবার এসে রিকেলটনের হাতে খান ২ ছক্কা। ওই ওভারে দেন ১৫ রান। এরপর তাকে আর বোলিং দেওয়ার সাহস করেননি নারাইন।

মেজর ক্রিকেট লিগে তিন ম্যাচ খেলে কোন ম্যাচেই বোলিং কোটা পূরণ করতে পারেননি সাকিব, প্রতি ম্যাচেই তিনি ছিলেন ভীষণ খরুচে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

3h ago