বাংলাদেশের বিপক্ষে শচীনের আরেক রেকর্ড ভাঙার সামনে কোহলি

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড আগেই করেছেন বিরাট কোহলি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে মাস্টার ব্যাটারকে আরেকটা জায়গায় ছাড়ানোর সামনে তিনি।
Virat Kohli
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড আগেই করেছেন বিরাট কোহলি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে মাস্টার ব্যাটারকে আরেকটা জায়গায় ছাড়ানোর সামনে তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান ২৬৯৪২। তিন সংস্করণ মিলিয়ে ২৭ হাজার রান করতে তার দরকার আর ৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এইটুকু রান করলেই দ্রুততম ব্যাটার হিসেবে ২৭ হাজার রান করায় শচীনের রেকর্ড ভাঙবেন তিনি।

২৭ হাজার রান করতে শচীনের লেগেছিল ৬২৩ ইনিংস। ৫৯১ ইনিংসেই ২৬৯৪২ রান করে সহজেই শচীনকে এই রেকর্ডে ছাড়ানোর সামনে কোহলি। ৬০০'র কম ইনিংস খেলে ২৭ হাজার রান করা প্রথম ব্যাটার হওয়ার সুযোগ ভারতের সাবেক অধিনায়কের। 

শচীন ছাড়াও ২৭ হাজারের বেশি রান আছে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের। সেদিক থেকে চতুর্থ হবেন কোহলি। এই সিরিজে ৪ ইনিংস মিলিয়ে ১৫২ রান করলে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করা হবে কোহলির।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে চেন্নাইতে প্রস্তুত হচ্ছে ভারতীয় দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজ দিয়ে ৭ মাস পর টেস্টে ফিরছেন কোহলি। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আর টেস্ট খেলেননি তিনি। মাঝে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভারত চ্যাম্পিয়ন হলে কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। ব্যক্তিগত কারণে তাতে খেলেননি কোহলি।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago