বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চেন্নাইতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ১২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে হায়দরাবাদে শেষ হবে সিরিজ।
India -Bangladesh

২০১৯ সালের পর আবারও ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। সেবারের মতন এবারও সফরে দুটি টেস্টের পাশাপাশি রাখা হয়েছে তিনটি টি-টোয়েন্টি। এই পাঁচটি ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চেন্নাইতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ১২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে হায়দরাবাদে শেষ হবে সিরিজ।

দেখে নেওয়া যাক বাংলাদেশ সময় অনুযায়ী সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাই সকাল ১০টা থেকে
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দ্বিতীয় টেস্ট কানপুর সকাল ১০টা থেকে
৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি গোয়ালিয়র সন্ধ্যা সাড়ে ৭টা
৯ অক্টোবর  দ্বিতীয় টি-টোয়েন্টি দিল্লি সন্ধ্যা সাড়ে ৭টা
১২ অক্টোবর  তৃতীয় টি-টোয়েন্টি হায়দরাবাদ সন্ধ্যা সাড়ে ৭টা

 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

7h ago