চেন্নাই টেস্ট

রোহিত-গিল-কোহলিকে ফিরিয়ে হাসানের দাপট

HASAN MAHMUD
ছবি: ওয়ালটন

টস জিতে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্তকে দারুণভাবে সমর্থন যোগালেন হাসান মাহমুদ। দারুণ বল করে ভারত অধিনায়ক রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে আউট করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামের আকাশ ছিল কিছুটা মেঘলা। সকালের আর্দ্রতা কাজে লাগাতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন বল হাতে নিয়ে শুরুতেই ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে থাকেন হাসান। তার ঝলকে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। 

ছোট স্যুয়িংয়ে বল ভেতরে ঢুকিয়ে ব্যাটারদের পরাস্ত করতে থাকেন তিনি। রোহিত তার বলে একবার এলবিডব্লিউর হাত থেকে আম্পায়ার্স কলে বেঁচে গেলেও থিতু হতে পারেননি। ভারত অধিনায়ককে স্লিপে ক্যাচ বানান হাসান।

তিনে নামা গিল রানের খাতাই খুলতে পারেননি। তিনি অবশ্য ফেরেন আলগা শট খেলে। লেগ স্টাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে কিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়েন তিনি।

এরপর  সবচেয়ে বড় উইকেটটি পান বাংলাদেশের তরুণ পেসার। ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে জমা পড়েন লিটনের গ্লাভসে। দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত ধুঁকছে। আর বাংলাদেশকে নিয়ে হাসান উড়ছেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago