৫৮০তম টেস্টে এসে প্রথমবার যে অর্জনের স্বাদ পেল ভারত

প্রথমবারের মতো তারা এই সংস্করণে হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিল।
ছবি: এএফপি

টেস্টে ভারত প্রথম জয় পেয়েছিল ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে। ঘরের মাঠ চেন্নাইতে (তৎকালীন মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড) তারা ইনিংস ও ৮ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই একই ভেন্যুতে ৭২ বছর পর নতুন একটি অর্জনের স্বাদ পেল তারা। প্রথমবারের মতো তারা এই সংস্করণে হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিল।

রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ২৮০ রানে জিতেছে ভারত। এটি তাদের টেস্ট ইতিহাসের ৫৮০তম ম্যাচ। ১৭৮টি হারের বিপরীতে এখন তাদের জয়ের সংখ্যা ১৭৯টি। তারা ড্র করেছে ২২২টি টেস্ট। একটি হয়েছে টাই।

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সাতটি দলের কখনও না কখনও জয়ের সংখ্যা হারের চেয়ে বেশি ছিল। এই মুহূর্তে ভারতসহ পাঁচটি দল রয়েছে সেই তালিকায়। বাকিরা হলো অস্ট্রেলিয়া (৮৬৬ টেস্টে ৪১৪ জয় ও ২৩২ হার), ইংল্যান্ড (১০৭৭ টেস্টে ৩৯৭ জয় ও ৩২৫ হার), দক্ষিণ আফ্রিকা (৪৬৬ টেস্টে ১৭৯ জয় ও ১৬১ হার) ও পাকিস্তান (৪৫৮ টেস্টে ১৪৮ জয় ও ১৪৪ হার)।

ভারত প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩২ সালের জুনে। লর্ডসে অনুষ্ঠিত ওই ম্যাচে ১৫৮ রানে হেরে গিয়েছিল তারা। ওই টেস্টের ৯২ বছর পর জয়ের তুলনায় হারের সংখ্যাকে ছাপিয়ে গেল ভারতীয়রা। টেস্ট খেলা শুরুর পর আর কোনো দলেরই জয়ের সংখ্যায় এগিয়ে যেতে এত বেশি সময় ও ম্যাচ লাগেনি।

টেস্টে এক সময় ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের জয়ের সংখ্যা ছিল হারের চেয়ে বেশি। তবে এখন তারা পিছিয়ে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজ ৫৮০ ম্যাচে ২১৪টি হারের বিপরীতে ১৮৩টি জয় পেয়েছে। ৯ ম্যাচে আফগানিস্তান ৬টি হারের বিপরীতে ৩টি জয় তুলেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড– এই পাঁচটি দল এখন পর্যন্ত টেস্ট হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়াতে পারেননি।

উল্লেখ্য, চেন্নাই টেস্টে ভারত ৩৭৬ রান করার পর ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলো-অন করানোর সুযোগ থাকলেও ফের ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। পরে ৫১৫ রানের বিশাল লক্ষ্যে নেমে বাংলাদেশ থামে ২৩৪ রানে।

Comments

The Daily Star  | English

Yunus urges countries to engage with 'new Bangladesh'

Highlighting the context of the anti-discrimination student movement and the changes it brought to Bangladesh, Prof Yunus said the "power of the ordinary people", in particular the youth, presented to the nation an opportunity to overhaul many of the systems and institutions

8h ago