স্পিনে শক্তি বাড়িয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে আছেন তিনজন বিশেষজ্ঞ স্পিনার।
ছবি: এএফপি

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে আছেন তিনজন বিশেষজ্ঞ স্পিনার। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও অফ স্পিনার ডেন পিটকে রাখার পাশাপাশি ফেরানো হয়েছে সেনুরান মুতুসামিকে। এই স্পিন বোলিং অলরাউন্ডার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে শেষবার খেলেছিলেন গত বছরের মার্চে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বরাবরের মতো অধিনায়কের ভূমিকায় আছেন টেম্বা বাভুমা। দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা একজনই আছেন— উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ব্রিটজকি। তিনি এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে।

দুই অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়াকে স্কোয়াডে রাখেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্রামে থাকায় নেই মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েটজি। বিশেষজ্ঞ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও ডেন প্যাটারসন। আছেন পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
 
দলনেতা বাভুমার পাশাপাশি ব্যাটিং বিভাগে আছেন এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম ও ট্রিস্টান স্টাবস। ব্রিটজকি ছাড়াও উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনা।

এদিনই চূড়ান্ত হয়েছে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। প্রায় তিন সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে এসে পৌঁছাবে আগামী ১৬ অক্টোবর। সিরিজ শেষে তারা দেশে ফিরে যাবে ৩ অক্টোবর।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল প্রোটিয়ারা। সেবার খেলা হয়েছিল তিন সংস্করণেই। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা পেয়েছিল ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়ের স্বাদ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছিল মূলত বৃষ্টির কারণে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত মোট ১৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। তাদের অর্জন কেবল বিরূপ আবহাওয়ার কল্যাণে পাওয়া ওই দুটি ড্র। বাকি সব টেস্টেই হেরেছে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে পাঁচ নম্বরে। সাত ম্যাচ খেলে তিন জয় ও চার হারে তাদের অর্জন ৩৩ পয়েন্ট। টাইগারদের ঠিক পেছনে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তারা ছয় ম্যাচ খেলে দুই জয়, তিন হার ও এক ড্রয়ে পেয়েছে ২৮ পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago