চট্টগ্রাম টেস্ট

পাঁচ উইকেট শিকার করে বাংলাদেশকে খেলায় রাখলেন তাইজুল

Bangladesh Cricket Team
১৭৭ করা টনি ডি জর্জিকে ফেরানোর পর তাইজুল ইসলামের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ।

হতাশার প্রথম দিন শেষে দ্বিতীয় দিনের শুরুটাও ছিলো একইরকম। প্রথম ঘণ্টায় কোন উইকেট না হারিয়ে অনায়াসে রান বাড়িয়ে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তবে লাঞ্চের আগেই পর পর তিন উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন তাইজুল ইসলাম। টেস্টে নিজে আরেকবার পেলেন পাঁচ উইকেট।

বুধবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকা যোগ করেছে  ১০৪ রান, উইকেট হারিয়েছে ৩ টি।  ৫ উইকেটে  ৪১৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে তারা। আগের দিনের দুটির সঙ্গে এদিন আরও ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৪তম ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার ছাড়া বাংলাদেশের আর কোন বোলার পাননি সাফল্য।

বেডিংহ্যাম ৫৯ ও ডি জর্জি ১৭৭ করার পর কাইল ভেরেইনা ফেরেন খালি হাতে। সাময়িক ধাক্কার পর সামলে নিয়ে ১১ রান নিয়ে ক্রিজে আছেন রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার খেলছেন ১২ রান নিয়ে। 

২ উইকেটে ৩০৯ রান নিয়ে নেমে টনি ডি জর্জি-ডেভিড বেডিংহ্যাম দ্রুত বাড়িয়ে নেন রান। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে চলে আসে শতরান। জর্জি এগুচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে, আগ্রাসী ব্যাটে ছুটছিলেন বেডিংহ্যাম। অতি আগ্রাসী হতে গিয়েই কাটা পড়েন তিনি।

তাইজুলকে এগিয়ে ছক্কায় উড়িয়ে দেয়ার পরের বলেই স্লগ সুইপ করতে গিয়ে হন বোল্ড। ৭৮ বলে ২ চারের সঙ্গে ৪ ছক্কা মেরে থামেন ৫৯ রানে। জর্জি আগের দিনের স্থিতধী ভূমিকা টেনে এনে ছুটছিলেন। তবে তাইজুলকে সুইপ করতে গিয়ে তিনি হন এলবিডব্লিউ। প্রোটিয়া ওপেনার ২৬৯ বলে ১২ চার, ৪ ছক্কায় থামেন ১৭৭ করে।

এরপর দ্রুত কাইল ভেরেইনার উইকেট হারায় সফরকারীরা। প্রথম টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার কিপার ব্যাটারও সুইপের নেশায় কাবু। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে পরাস্ত হয়ে পায়ে লাগান। কোন রান করতে পারেননি তিনি। ২ উইকেটে ৩৮৯ থেকে ৫ উইকেটে ৩৯১ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।   এরপর ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেশনের বাকিটা কাটান রিকেলটন-মুল্ডার।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago