ক্ষমা চেয়ে পার পেলেন না আলজারি, হলেন নিষিদ্ধ

আলজারি জোসেফ। ছবি: এএফপি

অধিনায়কের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েও পার পেলেন না আলজারি জোসেফ। শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় ২৭ বছর বয়সী পেসারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আলজারির শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেখানে বলা হয়েছে, তার এমন আচরণ ক্যারিবিয়ান বোর্ডের পেশাদারি মানের সঙ্গে মেলে না। আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।

গত বুধবার বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সময় একাধিকবার আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যান আলজারি। অধিনায়ক শেই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে একমত ছিলেন না তিনি। অসন্তোষ প্রকাশের এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

প্রথমবার আলজারি বেরিয়ে গিয়েছিলেন ইনিংসের চতুর্থ ওভারের পর। হোপের সঙ্গে তর্কে জড়ানোর পর ওই ওভারের প্রথম বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করেও উদযাপন করেননি। ওভার শেষ করে কিছু না বলে তিনি মাঠ ছাড়েন। সেসময় ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। যদিও আলজারি মাঠে ফিরে আসেন ষষ্ঠ ওভারে। কিন্তু মাঝে পঞ্চম ওভারে একজন কম নিয়ে ফিল্ডিং করতে হয় ক্যারিবিয়ানদের।

আলজারিকে আক্রমণে ফেরানো হয় দ্বাদশ ওভারে। নতুন স্পেলে দুই ওভার হাত ঘোরান তিনি। কিন্তু তার বোলিংয়ের সময় একাধিকবার ফিল্ডিং মিস হওয়ায় আবার মাঠ থেকে বেরিয়ে যান। পরে অবশ্য ফিরে এসে ১০ ওভারের কোটা পূরণ করেন আলজারি। ৪৫ রান খরচায় নেন ২ উইকেট। এরপর ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির সেঞ্চুরিতে ৮ উইকেটের অনায়াস জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা।

ম্যাচের পর হোপ এড়িয়ে গেলেও আলজারির আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছিলেন কোচ স্যামি। ঘটনা পর্যালোচনা করে একই সুর শোনা গেছে সিডব্লিউআইয়ের ক্রিকেট পরিচালক মাইকেল বাসকম্বের কণ্ঠে, 'আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা অনুধাবন করে আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি।'

বিবৃতিতে বলা হয়েছে, নিজের আচরণের জন্য অনুতপ্ত আলজারি ক্ষমা চেয়েছেন অধিনায়ক হোপ, সব সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ভক্ত-সমর্থকদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।

আলজারির শাস্তি কোন সংস্করণে কার্যকর হবে, তা  সিডব্লিউআইয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। আগামীকাল বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত দুইটায় বার্বাডোজেই হবে প্রথম টি-টোয়েন্টি।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

53m ago