‘কাউকে তাড়াতাড়ি হিরো বানাবেন না, ভিলেনও বানাবেন না’

Mohammad Salahuddin
মিরপুরে মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: ফিরোজ আহমেদ

জাতীয় এলে এসে কেউ হয়ত শুরুতেই দেখান ঝলক, তবে কয়েক ম্যাচ গেলে পারফরম্যান্সে দেখা যায় পড়তির দিকে। আবার কেউ এসেই ভুগতে থাকেন। বাংলাদেশ দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আহবান, এসব ক্ষেত্রে মান বিচার করতে গিয়ে যেন গণমাধ্যম দ্রুত কোন সিদ্ধান্তে না আসে।

প্রসঙ্গটা আসে জাকের আলি অনিককে নিয়ে। গত বিপিএলের সময় এই কিপার ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছিলেন তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। জাকের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হয়েও কেন জায়গা পাচ্ছেন না এই নিয়ে গায়ের রঙের কথা বলে ফেলেছিলেন তিনি।

জাকেরকে ওই সিরিজের পরই ডাকা হয় জাতীয় দলে। চলতি বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে  দলের চাপে সিলেটে ৬৮ রানের ইনিংসে আলোড়ন তুলেন জাকের। জায়গা পেয়ে যান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। তবে বিশ্বকাপে গিয়ে তাকে দেখা যায় ম্রিয়মাণ। এরপর দলের চাহিদা আর মিটছিল তার ব্যাটে। কুড়ি ওভারের ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে ২৩.০৯ গড় ও ১১৬ স্ট্রাইকরেটে ২৫৪ রান জাকেরের। টি-টোয়েন্টিতে এরমধ্যেই তার জায়গা নড়বড়ে।

যদিও গত কদিনের মাঝে টেস্ট ও ওয়ানডেতেও অভিষেক হয়ে গেছে তার। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দলের চাপে ২৭ বলে করেন অপরাজিত ৩৭, বাংলাদেশ পায় আড়াইশ ছাড়ানো পুঁজি। যা নিয়ে দল জেতে ৬৮ রানে।

টি-টোয়েন্টিতে ভালো শুরু, এরপর আবার দমে যাওয়া। ওয়ানডেতে এবার জুতসই শুরুর পর এই তরুণ কতদূর যেতে পারেন এমন প্রশ্ন রাখা হয়েছিলো সালাউদ্দিনের কাছে। নতুন সিনিয়র সহকারী কোচের দায়িত্বে নিয়ে তিনি এবার গণমাধ্যমের প্রতি আহবান করলেন তড়িঘড়ি কোন সিদ্ধান্তে না যেতে,  'দেখুন আপনাদের একটা অনুরোধ করব। আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানাবেন না, কাউকে খুব তাড়াতাড়ি ভিলেনও বানবেন না।'

'যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মাঝে আসে, অনেক পারফর্ম করে দলে আসে। সংগ্রাম করে আসে। আন্তর্জাতিক ম্যাচে এসে অনেকের হয়ত কিছু ম্যাচ লেগে যায় সফল হতে। কেউ হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা  হিরো বানিয়ে দেন, আবার দুই ম্যাচে রান না করলে ভিলেন বানিয়ে দেন। আপনাদের এখানে ভূমিকা আছে। কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানিয়েন না। ছেলেদের একটু সময় দেন। বিশেষ করে নতুন যারা আসে। আমার মনে হয় তখন তাদের জন্য সুবিধা হবে। চাপ অনেকে নিতে পারে না। সবার তো মানসিকতা এক না।'

অনেকদিন ধরেই দেশি কোচের আলোচনা ছিলো দেশের ক্রিকেটে। সালাউদ্দিন নিজেও আগে জাতীয় দলে সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন। তবে বিগত বছরগুলোতে তাকে এই পদে আগ্রহী হতে দেখা যায়নি। এবার দায়িত্ব নেওয়ার পেছনের কারণ জানালেন তিনি,  'আমি সব সময় বলেছি আমাকে সময় দিতে হবে। আসতে চাইনি কখনো বলিনি। আমি দুই, তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদেরকে তো আমি একেবারে ফেলে আসতে পারি না। ফারুক ভাইর (বিসিবি সভাপতি ফারুক আহমেদ) সঙ্গে তিন মাস আগে থেকে কথা হচ্ছিলো। এরমধ্যে এগুলো সেটেল করতে পেরেছি বলে আমি এসেছি।'

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হবে সালাউদ্দিনের।

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

16m ago