প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে তামিমের আর্থিক সহায়তা

Tamim & Zia

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রয়াত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জিয়ার পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য ও ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তামিমের কাছ থেকে এই চেক গ্রহণ করেছেন। জিয়ার পরিবার আর্থিকভাবে সমস্যায় আছেন,  কয়েকটি গণমাধ্যমে এমন খবর পড়ে এই উদ্যোগ নেন তামিম।

মিরপুরে গণমাধ্যমে এই খবর দেন জিয়ার স্ত্রী লাবণ্য, 'তামিম আমাদেরকে বলেছেন যেকোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখি। আমার ছেলেকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে বলেছেন।'

লাবণ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ছেলে তাহসিনকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে, যাতে সেও একদিন বাবার মতন গ্র্যান্ডমাস্টার হতে পারে।

'সিইও সুজন (প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী) আমাকে একটা আবেদন করতে বলেছেন। বিসিবি তাহসিনের পরের টুর্নামেন্টে সহযোগিতা করতে চায়। সুজন ভাই বলেছেন সভাপতি বরাবর আবেদন করতে প্রক্রিয়ার জন্য।'

এদিকে তামিমের মতন তারকার কাছ থেকে সহায়তা পেয়ে ভীষণ আপ্লুত তাহসিন, 'তিনি বাংলাদেশের বড় ক্রিকেটার। তার সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, এটা আমার জন্য অনুপ্রেরণার।'

গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঝেই মৃত্যুবরণ করেন জিয়া। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

জিয়ার আকস্মিক মৃত্যুর পর বাংলাদেশ দাবা ফেডারেশন তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বললেও ৪ মাসেও তার কোন অগ্রগতি নেই। আর্থিক সংকটে তাহসিনের পড়াশোনার খরচ বহন করতে সংগ্রাম করতে হচ্ছিল লাবণ্যকে।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

9h ago