হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। চরম সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিলো তার। তবে উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠা সাবেক এই অধিনায়ক আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছেন। তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর খেলবেন তামিম।
তখন সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক হয় তামিমের। সেখানকার ফজিলাতুন্নেছা হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় স্টেন্ট পরানো হয় তার হার্টে। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এই ক্রিকেটার। চিকিৎসা নেন দেশের বাইরে গিয়েও।
জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। খেলা হবে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা আকরাম জানান, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ ও সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম খেলবেন এই আসরে, 'আশা করছি ওরা তিনজন (তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক) খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।'
রাজশাহী বিভাগের মুশফিকুর রহিম এবার জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলতে চান বলে জানান আকরাম, 'মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।'
জাতীয় লিগের কুড়ি ওভারের এই আসরের ম্যাচ ফি ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে বলেও জানা আকরাম।
Comments