গ্রেইভস-রোচের সেই জুটিতেই ‘ম্যাচ শেষ হয়ে গেছে’, বলছেন মিরাজ 

Mehidy Hasan Miraz
মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আরও একটি টেস্ট ম্যাচ, বাংলাদেশের আরও একটি হার। এবং আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় দলের ভরাডুবি। ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের কাছে অ্যান্টিগা টেস্ট হেরে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তবে তার মনে হচ্ছে প্রথম ইনিংসে ৮ম উইকেটে জাস্টিন গ্রেইভস ও কেমার রোচের জুটিতেই ঠিক হয়ে যায় ম্যাচের গতিপথ। 

মঙ্গলবার অ্যান্টিগা টেস্টের পঞ্চম দিনে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় আনুষ্ঠানিকতা। বাংলাদেশকে গুঁড়িয়ে ২০১ রানে জিতে যায় ক্যারিবিয়ানরা। ৩৩৪ রানের লক্ষ্যে বাংলাদেশ করতে পারে ১৩২ রান।

টস জিতে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে দিয়েছিল বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে তুলে নেয় ৪৫০ রান। বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ছেড়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় ১৫২ রানে। তাসকিন ৬৪ রানে নেন ৬ উইকেট। তবে প্রথম ইনিংসের ১৮১ রানের লিড থাকায় রেকর্ড লক্ষ দিতে পারে ক্যারিবিয়ানরা। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে বড় পুঁজি পাইয়ে দিতে ১১৫ রানের ইনিংস খেলেন গ্রেইভস। ২৬১ রানে ৭ উইকেট পড়ার পর কেমার রোচকে নিয়ে তিনি যোগ করেন ১৪০ রান। মিরাজের মতে ম্যাচের মোড় ঘুরেছে তখনই,  'আমার মনে হয় আমরা ভালো বল করেছি। বিশেষ করে তাসকিন ছয় উইকেট পেয়েছে।'

'আসলে তারা খুব ভালো জুটি গড়েছে (প্রথম ইনিংসে)। ৭ উইকেট পড়ে যাওয়ার পর (২৬১ রানে) ১৪০ রানের জুটি গড়েছে। আমার মনে হয় খেলা ওখানেই শেষ হয়ে গেছে।'

ম্যাচ আসলে নিজেদের প্রথম ইনিংসেও শেষ করেছে বাংলাদেশ। উইকেটে আহামরি জুজু না থাকলেও টপ অর্ডার আরও একবার ব্যর্থ, মিডল অর্ডার থেকেও আসেনি বড় কিছু। দ্বিতীয় ইনিংসে সবাই মিলেই ব্যর্থ। 

মিরাজ স্বীকার করলেন তাদের ঘাটতি। তার আশা এই খামতির জায়গুলো পরের টেস্টের আগে আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন তারা,  'আসলে আমরা ভালো ব্যাট করিনি এই ম্যাচে। আমার মনে হয় আমাদের কিছু ভুল হয়েছে। এটা হতেই পারে।' 

'আমরা আশা করি শক্তভাবে ফিরে আসব। পরের ম্যাচে আরেকটা ভালো সুযোগ। আমরা জানি কোথায় ভুল করেছি। আমরা কথা বলব এটা নিয়ে।' 

'আমি আশা করছি। এই টেস্টে আমাদের ঘাটতি ছিলো। আমরা ব্যাটিং ফোকাস করব। কীভাবে আরও ভালো করা যায় আলাপ করব।'

জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। 
 

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago