বাংলাদেশের দর্শকরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারবেন যেখানে

Champions Trophy

আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। যদিও হাইব্রিড মডেল নিয়ে অনিশ্চয়তা না কাটায় এখনো টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়নি। তবে ট্রফি ট্যুর চলমান আছে। পাকিস্তান, আফগানিস্তান ঘুরে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে অবস্থান করবে ৯ থেকে ১৩ ডিসেম্বর। এরমধ্যে সাধারণ দর্শকদের জন্য দুটি পাবলিক সমাগমে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।

বিসিবি জানায় আজ সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে বাংলাদেশে। শুরুতেই সেটি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। লাবনী পয়েন্টের সীমান্ত সম্মেলন কেন্দ্রে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হবে ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা অবধি।

বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত ঘুরে ওইদিনই ট্রফি ফিরবে ঢাকায়। ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে এটি রাখা হবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময় ট্রফির কাছাকাছি গিয়ে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

১৩ ডিসেম্বর আয়োজন থাকবে সীমাবদ্ধ পরিসরে। হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রিকেট কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা ট্রফি দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি একে একে যাবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত এবং সবশেষে আবার আয়োজক দেশ পাকিস্তানে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরাবরের মতন এবারও অংশ নিবে ৮ দল। এইসব দেশেই ট্রফিটি একবার করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago