লিটন নয়, ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা

Thisara Perera
খুলনা টাইগার্সের অনুশীলনে থিসারা পেরেরা। ছবি: ফিরোজ আহমেদ

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের আগের দিন জানা গেল ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের নাম। দেশের ক্রিকেটের বড় তারকা লিটন দাস স্কোয়াডে থাকলেও রাজধানীর নামের ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরাকে, যিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিন বছর আগে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায় আজ অনুশীলনের আগে অধিনায়ক ঘোষণা করা হয়েছে, 'ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরারের কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন।'

'ফ্র্যাঞ্চাইজি আশা করছে বিপিএলের এগারোতম আসরে পেরারার নেতৃত্বে তারা বড় কিছু অর্জন করবে।'

৩০ ডিসেম্বর, সোমবার আসরের শুরুর দিন রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা। এখন পর্যন্ত ফরচুন বরিশাল তামিম ইকবাল, রংপুর নুরুল হাসান সোহানকে অধিনায়ক করার ঘোষণা দেয়। খুলনা টাইগার্স আজ সন্ধ্যায় জানাবে তাদের দলের অধিনায়কের নাম। বাকি সব দলই এই সিদ্ধান্ত নিয়ে এখনো দ্বিধায়।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকেনজাই, চতুরঙ্গ ডি সিলভা, জহুর খান, রিয়াজ হাসান, শাহনেওয়াজ দাহানি, পিয়ের কোটজে, সুবাশ রঞ্জন।

ড্রাফট থেকে:  লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago